Car: গাড়ি মালিকদের জন্য 'সুবর্ণ সুযোগ' রাজ্য সরকারের! বেঁচে যাবে প্রচুর টাকা
- Written by:Sebak Deb Sarma
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Car: ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যাঁদের গত ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ির কর বকেয়া রয়েছে, চলতি জানুয়ারি এবং আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বকেয়া কর জমা করলে, তাঁদের কোনওরকম জরিমানা লাগবে না।
সেবক দেবশর্মা, মালদহ: গাড়ির কর বকেয়া আছে অনেকেরই। নানা অসুবিধের কারণে সময়মতো কর পরিশোধ করতে পারেননি? হিসেব কষছেন জরিমানার। তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির কর বকেয়ায় জরিমানা মুকুবের সিদ্ধান্ত রাজ্যের।
ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যাঁদের গত ৩১ ডিসেম্বর পর্যন্ত গাড়ির কর বকেয়া রয়েছে, চলতি জানুয়ারি এবং আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বকেয়া কর জমা করলে, তাঁদের কোনওরকম জরিমানা লাগবে না। জরিমানা সম্পূর্ণভাবে মুকুব করা হবে। পাশাপাশি বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রেও আরও একাধিক ছাড়ের ব্যবস্থা রাজ্য পরিবহন দফরের।
advertisement
২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব বাণিজ্যিক গাড়ির ফিটনেশ, শংসাপত্র ও পারমিট নবীকরণ বকেয়া রয়েছে, তাঁরা আগামী ৩০ জানুয়ারির মধ্যে মুল ‘ফি’ অর্থাৎ ট্যাক্স জমা করলে জরিমানার উপর ১০০% ছাড় পাবেন। আর ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ২৯ ফেব্রুয়ারীর মধ্যে মুল ‘ফি’ অর্থাৎ বকেয়া মেটালে জরিমানার ওপর মিলবে ৮০ শতাংশ ছাড়।গোটা রাজ্যের জন্যই এই বিশেষ অফার বা ছাড় ঘোষণা রাজ্যের। সাধারণ গাড়ির মালিকদের এই ছাড়ের সম্পর্কে অবহিত করতে বৃহস্পতিবার মালদহে প্রচার ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।
advertisement
শহর এবং গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এই ছাড়ের বিষয়ে প্রচার চালাবে সরকারি ট্যাবলো। গোটা রাজ্যেই কার্যকরী করা হয়েছে এই ছাড়। এরফলে কয়েক লক্ষ গাড়ি মালিক উপকৃত হবেন বলে আশা পরিবহন দপ্তরের। একইসঙ্গে সরকারি কোষাগারে পরিবহন বকেয়া বাবদ বহু কোটি টাকা জমা হওয়ার সম্ভাবনা। শুধু মালদা নয়, রাজ্যের সব জেলাতেই এই প্রকল্পের বিষয়ে বিশেষ প্রচার অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, এই ছাড়ের ফলে গাড়ির মালিকরা আর্থিকভাবে উপকৃত হবেন। আমরা চাইবো বেশি সংখ্যক গাড়ি মালিক এর সুবিধে নিন। এজন্য প্রচারে বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রকল্পের সুবিধা নিতে এসে সাধারণ গাড়ি মালিকরা যাতে অযথা হয়রানির মুখে না পড়েন, এজন্য পরিষেবা দেওয়ার কাউন্টার সংখ্যাও বাড়ানো হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2024 8:35 PM IST









