দু-চার লক্ষ নয়, ১৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ ‘এই’ জায়গা থেকে

Last Updated:

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাজার পরিমান ২০৮ কেজি। বিহার ‌যাওয়ার পথে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াখালি এলাকায় গাঁজা ভর্তি ট্রাকটিকে আটক করে

Cannabis of 16 lakh rupees has been recovered by Police near siliguri
Cannabis of 16 lakh rupees has been recovered by Police near siliguri
#শিলিগুড়ি: গোটা রাজ্যের মধ্যে মাদক পাচারে শিলিগুড়ি প্রথমসারিতে উঠে এসেছে কয়েকদিন ধরে! পাচারকারীদের চারণভূমিতে পরিণত হয়েছে এই জেলা। চিকেন নেকের তথ্য তাত্ত্বিক পর্যবেক্ষণ করলে, আন্তঃরাজ্য থেকে আন্তর্জাতিক সংযোগসূত্র এখনে প্রবল ভাবে মাথা চাড়া দিচ্ছে। ঠিক দিন দুয়েক আগে কয়েক লক্ষ টাকা বাজারদরের মাদক আটক করা হয়েছিল শিলিগুড়িতে।  এবার বিহারে পাচারের পথে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা থেকে আটক প্রচুর পরিমানে মণিপুরের গাঁজা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতেই এই গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার বাজারদর প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা। একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই গাঁজা পাচারের ঘটনায় পুলিশ বিহারের মতিহার চম্পারনের বাসিন্দা দীনেশ সাহানী নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবরউদ্ধার হওয়া গাজার পরিমান ২০৮ কেজি। বিহার ‌যাওয়ার পথে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির জটিয়াখালি এলাকায় গাঁজা ভর্তি  ট্রাকটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অসম নম্বরের এই ট্রাকে অভিনব কায়দায় বিশেষ চেম্বার বানিয়ে তাতে ২০ টি গাঁজার প্যাকেট নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের  উদ্দেশ্যে। আটক করা গাঁজার বর্তমান বাজার দর আনুমানিক ১৬ লক্ষ ৪০ হাজার টাকা। আটক করা হয়েছে গাঁজা পাচারে ব্যবহৃত ট্রাকটিকেও। ধৃত পাচারকারীকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।
advertisement
গত কয়েকদিনের মধ্যে দুবার এই বিপুল পরিমান মাদক আটকের  ফলে প্রশাসনিক তৎপরতা ও দক্ষতার  ক্ষেত্রে যতটা বাহবা কুড়িয়েছে  শিলিগুড়ি জেলার পুলিশ; ঠিক ততটাই উদ্বেগ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। কারণ হরকদম মাদক আটক তা-ও শিলিগুড়ির মতো বাণিজ্যিক শহরে স্নায়ুচাপ একটু হলেও বাড়িয়েছে পুলিশ-প্রশাসন থেকে সাধারণ মানুষের মধ্যে।  কপালে ভাঁজ পড়তে শুরু করেছে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দু-চার লক্ষ নয়, ১৬ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ ‘এই’ জায়গা থেকে
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement