মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই 'অ্যাকশন'! বন্যপ্রাণীদের রক্ষায় জলপাইগুড়িতে নেওয়া হল বড় উদ্যোগ
- Published by:
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় ও খাবারের জোগান নিশ্চিত করতে এই উদ্যোগ
জলপাইগুড়ি, সুরজিৎ দে: জলপাইগুড়িতে বনদফতরের অভিনব উদ্যোগ। বন্যপ্রাণ রক্ষায় রোপিত হল বেতের চারা। মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্ব কমাতে নতুন পদক্ষেপ নিল জলপাইগুড়ি বনবিভাগ। মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিট এলাকায় দুই হেক্টর জমিতে রোপণ করা হল বেতের চারা। মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় ও খাবারের জোগান নিশ্চিত করতে এই উদ্যোগ।
বনকর্মীদের মতে, বেত গাছের ঝোপ চিতাবাঘ, বনবিড়াল, সজারু প্রভৃতি প্রাণীর জন্য আদর্শ আশ্রয়স্থল। এছাড়া বুনো হাতিদের অন্যতম প্রিয় খাবার বেতের কচি পাতা। ফলে এই চারা রোপণের মাধ্যমে লোকালয়ে বন্যপ্রাণীদের আনাগোনা অনেকটাই কমবে বলে আশাবাদী তাঁরা।
আরও পড়ুনঃ সমাজের ভবিষ্যৎ! এবার পরিবেশ রক্ষার ‘সূত্র’ আবিষ্কার করবে ছাত্র-ছাত্রীরা! রাজ্যে অভিনব উদ্যোগ
বর্তমানে ডুয়ার্সে প্রায় প্রত্যেকদিনই হাতি ও চিতাবাঘের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটছে। বিশেষ করে চা বাগান এলাকায় লেপার্ডের উপস্থিতি স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে। বেতের জঙ্গল তৈরি হলে এরা জঙ্গলের ভেতরে থেকেই নিরাপদ আশ্রয় পাবে বলে মনে করছেন বনদফতরের আধিকারিকেরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ ভি এই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জানান, এর আগেও দলগাঁও রেঞ্জে একই ধরণের রোপণ কার্যক্রম হয়েছিল এবং তা সফলও হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার খট্টিমারি বিটে এই উদ্যোগ। আগামী দিনে আরও জঙ্গল এলাকায় এই ধরণের বেত রোপণ চলবে বলেও জানান তিনি। বনদফতরের এই পরিবেশবান্ধব প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী ও যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা। প্রকৃতি ও প্রাণীর সহাবস্থান রক্ষায় এই উদ্যোগ নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 3:01 PM IST