'পহেলগাঁও থানার পুলিশ বলছি...'! ফোন আসার ২৪ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে না পারায় উধাও প্রায় ৩৭ লক্ষ টাকা!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
শিলিগুড়ির মনোজ মোহন সেন শর্মা ৩৭ লক্ষ টাকার প্রতারণার শিকার হন। পহেলগাঁও হামলায় জড়িত থাকার মিথ্যা অভিযোগে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয় কারা? জানলে শিউরে উঠবেন, সাবধান হবেন।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ি সংহতি মোড়ের বাসিন্দা মনোজ মোহন সেন শর্মা প্রায় ৩৭ লক্ষ টাকার এক বিশাল প্রতারণার শিকার হলেন। পহেলগাঁও হামলায় জড়িত থাকার অভিযোগে ভুয়ো পুলিশ পরিচয়ে এক চক্র তাকে প্রতারণার জালে ফেলে এই অর্থ হাতিয়ে নেয়।
জানা গেছে, গত ৪ আগস্ট মনোজবাবুর কাছে একটি ফোন আসে। নিজেকে পহেলগাঁও থানার পুলিশ পরিচয় দিয়ে কলকারী জানায়, তিনি নাকি পাকিস্তানের হয়ে কাজ করেছেন এবং হামলার সাথে যুক্ত। দ্রুত অনলাইন অ্যারেস্ট হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে হবে—এমন হুমকি দেওয়া হয়।
advertisement
advertisement
প্রথমে তিনি সন্দেহ প্রকাশ করলে ভিডিও কল করে পুলিশের পোশাক পরিহিত ব্যক্তি ও পেছনে অশোক স্তম্ভ দেখানো হয়। টানা তিনদিন ধরে একাধিকবার ফোন করে নানা ভাবে ভয় দেখানো হয় এবং কাউকে বিষয়টি না জানানোর জন্য সতর্ক করা হয়।
advertisement
শেষে বলা হয়, শুধুমাত্র আরবিআই-এর সম্পদে তদন্ত করালেই গ্রেফতার এড়ানো যাবে। একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থার অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে আটটি জিএসটির মাধ্যমে মোট প্রায় ৩৭ লক্ষ টাকা পাঠাতে বাধ্য করা হয়।
ঘটনা প্রকাশ্যে আসতেই মনোজবাবু বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। এরপর শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে সাইবার ক্রাইমের পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 5:02 PM IST