আপনার বিশেষ অঙ্গে কি 'আঁশটে' গন্ধ? রোজ কোন ভুলের জন্য এমন হচ্ছে জানেন? পরিষ্কার রাখুন সঠিক উপায়ে
- Published by:Tias Banerjee
Last Updated:
Female Hygiene: আপনি কি স্বাস্থ্যবিধির ক্ষেত্রে হালকা ভাবে নিচ্ছেন?বিশেষ অঙ্গ ঠিক ভাবে পরিষ্কার না রাখলে কিন্তু বিপদ! মেয়েরা ভাল করে পড়ুন এই প্রতিবেদন।
Female Hygiene: ব্যস্ত জীবনে অনেকেই নিজের খেয়াল রাখেন না। বিশেষ করে মেয়েরা কর্মজীবন এবং সংসার সামলে স্বাস্থ্যবিধির যত্ন করার সময় পান না। এর ফলে অজান্তে শরীরে বাসা বাঁধে কঠিন রোগ। যদি গোপনাঙ্গের অযত্ন করেন মহিলারা, তবে হয়ে যেতে পারে বড় ক্ষতি। কী ভুল করছেন রোজকার জীবনে? সতর্ক হন এই প্রতিবেদনে। (Representative Image: AI generated)
advertisement
advertisement
যোনি আসলে খুব সূক্ষ্ম একটি অঙ্গ, যা নিজে থেকেই পরিষ্কার থাকতে পারে। এতে প্রাকৃতিকভাবে উপস্থিত ল্যাকটোবাসিলি নামের উপকারী ব্যাকটেরিয়া পিএইচ লেভেল ঠিক রাখে। কিন্তু যখন এই ভারসাম্য নষ্ট হয়, তখন সংক্রমণ, চুলকানি, প্রদাহের মতো সমস্যা দেখা দেয়। তাই প্রতিটি মহিলারই যোনি-স্বাস্থ্যের মৌলিক বিষয়গুলো জানা উচিত। (Representative Image: AI generated)
advertisement
advertisement
প্রথমত, যোনি পরিষ্কার করার জন্য শুধু গরম জল ব্যবহার করা উচিত। অনেকেই সাবান, ক্লিনজিং সলিউশন বা পারফিউম ব্যবহার করেন—যা যোনির প্রাকৃতিক পিএইচ লেভেল নষ্ট করে দেয়। এতে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে ওঠে। এর ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। (Representative Image: AI generated)
advertisement
advertisement
advertisement
advertisement
পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে। দৈনন্দিন ব্যবহারে কটন, হাওয়া চলাচল করে এমন, ঢিলেঢালা কাপড় পরাই ভালো। সিনথেটিক কাপড়ে ঘাম বেশি হয়, আর এই আর্দ্র পরিবেশ ব্যাকটেরিয়া ও ছত্রাকের জন্য উপযোগী হয়ে ওঠে। তাই বিশেষজ্ঞরা শ্বাস-প্রশ্বাস নিতে পারে এমন কাপড় পরার পরামর্শ দেন। (Representative Image: AI generated)
advertisement
advertisement