শিলিগুড়িতে আচমকা বিকট শব্দে কেঁপে উঠল আবাসন! ঘরের ভিতর লুটিয়ে পড়ে ব্যবসায়ীর নিথর দেহ

Last Updated:

শিলিগুড়ির ব্যবসায়ী প্রতীক আগরওয়ালের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। আপার ভানুনগরের আবাসনে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা আবাসন। সঙ্গে সঙ্গেই খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ পৌঁছে প্রতীকবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে।

News18
News18
শিলিগুড়িতে ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। আপার ভানুনগরের এক বহুতল আবাসনের ঘর থেকেই উদ্ধার হল এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ। মৃত ব্যবসায়ীর নাম প্রতীক আগরওয়াল। জানা গিয়েছে, নিজেই গুলি চালিয়ে আত্মঘাতি হন তিনি।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে আবাসন। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতীক আগরওয়াল। তাঁর মাথায় গুলির আঘাত পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক অনুমান আত্মঘাতি হলেও ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেন এমন পদক্ষেপ করলেন ওই ব্যবসায়ী, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। পরিবার-পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে।
advertisement
বিকট শব্দে কেঁপে ওঠে গোটা আবাসন। সঙ্গে সঙ্গেই খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ পৌঁছে প্রতীকবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে।
ঠিক কী কারণে আত্মঘাতি হলেন ওই ব্যবসায়ী, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। ঘটনার সূত্র ধরে একাধিক দিক খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়িতে আচমকা বিকট শব্দে কেঁপে উঠল আবাসন! ঘরের ভিতর লুটিয়ে পড়ে ব্যবসায়ীর নিথর দেহ
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement