শিলিগুড়িতে আচমকা বিকট শব্দে কেঁপে উঠল আবাসন! ঘরের ভিতর লুটিয়ে পড়ে ব্যবসায়ীর নিথর দেহ
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
শিলিগুড়ির ব্যবসায়ী প্রতীক আগরওয়ালের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। আপার ভানুনগরের আবাসনে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা আবাসন। সঙ্গে সঙ্গেই খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ পৌঁছে প্রতীকবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে।
শিলিগুড়িতে ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। আপার ভানুনগরের এক বহুতল আবাসনের ঘর থেকেই উদ্ধার হল এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ দেহ। মৃত ব্যবসায়ীর নাম প্রতীক আগরওয়াল। জানা গিয়েছে, নিজেই গুলি চালিয়ে আত্মঘাতি হন তিনি।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে আবাসন। বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তড়িঘড়ি খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন, ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন প্রতীক আগরওয়াল। তাঁর মাথায় গুলির আঘাত পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। তবে চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
সকালে ক্লাস নিয়েছিলেন অঙ্কের স্যর, টিফিনের পরেই স্কুলের দু’তলার ১৮ নম্বর ঘরে তাঁর মর্মান্তিক পরিণতি!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক অনুমান আত্মঘাতি হলেও ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। কেন এমন পদক্ষেপ করলেন ওই ব্যবসায়ী, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। পরিবার-পরিজনদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে।
advertisement
বিকট শব্দে কেঁপে ওঠে গোটা আবাসন। সঙ্গে সঙ্গেই খবর যায় ভক্তিনগর থানায়। পুলিশ পৌঁছে প্রতীকবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে।
ঠিক কী কারণে আত্মঘাতি হলেন ওই ব্যবসায়ী, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। ঘটনার সূত্র ধরে একাধিক দিক খতিয়ে দেখছে ভক্তিনগর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 10:33 PM IST