Alipurduar News: প্রবল বৃষ্টিতে এ কী দুর্যোগ! হড়পা বানে আটকে গেল বাস, মারাত্মক বিপদে যাত্রীরা

Last Updated:

ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙড়ি নদী। বর্তমানে মাদারিহাট থেকে টোটোপাড়াযাওয়ার যোগাযোগ বন্ধ। বৃষ্টি কমলে ফের শুরু হবে যাতায়াত।

+
আটকে

আটকে বাস

আলিপুরদুয়ার: গত কয়েকদিন ধরেই লাগামছাড়া বৃষ্টি হচ্ছে দুই বঙ্গে। পাহাড়ি এলাকাও বাদ নেই। অন্য জেলাগুলির মতো মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছিল আলিপুরদুয়ারে। বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে ভুটান পাহাড়ের নদী। আর সেই বাঙড়ি নদীতে হড়পা বানে আটকে গিয়েছে যাত্রীবোঝাই বাস।যার জেরে আতঙ্ক দেখা গিয়েছে যাত্রীদের চোখেমুখে। স্থানীয় সূত্রে খবর, হড়পা বানে ভেসে যাওয়ার আগেই জীবনের ঝুঁকি নিয়ে বাস থেকে বের হন যাত্রীরা এবং বাস চালক। নিরাপদ স্থানে আশ্রয় নেন তাঁরা।
মাদারিহাটের জামতালা এলাকায় টোটোপাড়াগামী সড়কের বাঙড়ি নদীতে হড়পা বান আসে। আর এই হড়পা বানেই আটকে গিয়েছে যাত্রিবাহী বাস। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গিয়েছেন বাসের যাত্রীরা। কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণে বাঁচেন তাঁরা। চিত্রটা খানিকটা এমন, নদীর দুপাশে দাঁড়িয়ে রয়েছেন প্রচুর মানুষ। চোখেমুখে আকঙ্কের ছাপ।
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙড়ি নদী। বর্তমানে মাদারিহাট থেকে টোটোপাড়াযাওয়ার যোগাযোগ বন্ধ। বৃষ্টি কমলে ফের শুরু হবে যাতায়াত। প্রতি বর্ষাতেই বাঙড়ি নদীতে হড়পা বান দেখা যায় । শুধু এটা নয়, ভুটানের নদীগুলিও ফুলেফেঁপে ওঠে। নদীর আগ্রাসী রূপ ভয় ধরাচ্ছেন বাসিন্দাদের।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: প্রবল বৃষ্টিতে এ কী দুর্যোগ! হড়পা বানে আটকে গেল বাস, মারাত্মক বিপদে যাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement