West Bengal News: গম ক্ষেতে দেহ পুড়ে কঙ্কাল, এ কী হাড়হিম দৃশ্য বাংলায়! গোটা এলাকায় আতঙ্ক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal News: দীর্ঘক্ষণ মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করেন গ্রামবাসীরা। কিন্তু মৃতদেহ শনাক্ত করতে ব্যর্থ হন তাঁরা।
#বালুরঘাট: গম ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের আগুনে পোড়া কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহরি থানার দৌলতপুর রেল ব্রিজের পাশে। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা গম ক্ষেতে আগুনে পোড়া কঙ্কাল দেখতে পেয়ে ভিড় জমান। দীর্ঘক্ষণ মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করেন গ্রামবাসীরা। কিন্তু মৃতদেহ শনাক্ত করতে ব্যর্থ হন তাঁরা।
পরে খবর দেওয়া হয় বংশীহারি থানার পুলিশকে। তড়িঘড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত পুলিশ জানতে পারেনি। স্থানীয়দের অনুমান, আগুনে পুড়িয়ে দেহ তাদের গ্রামে ফেলে দেওয়া হয়েছে। খুন করা হয়েছে বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
অপরদিকে, আবারও দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস ও একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত ৫। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জলঙ্গি থেকে যাত্রী বোঝাই বাস বহরমপুর যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি ২০৭ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় ২০৭ গাড়ি চালকের।
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার আইসি সহ বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে ডোমকল মহাকুমা হাসপাতাল নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা ২০৭ গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর জখম ওই গাড়ির খালাসি। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2022 10:39 AM IST