Malda News: রক্তারক্তি কাণ্ড! হাঁসুয়া নিয়ে বৌদিকে কোপাল দেওর, তারপর যা হল...
- Published by:Satabdi Adhikary
Last Updated:
আঘাত গুরুতর থাকায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের তিনজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহ: জমি বিবাদের জের। ধারাল অস্ত্র দিয়ে বৌদিকে কুপিয়ে খুনের চেষ্টা দেওরের। হামলা থেকে পার পেল না ভাইপো এবং ভাইপোর নববিবাহিত স্ত্রীও। জমি বিবাদের জেরে আক্রান্ত একই পরিবারের তিনজন। দুই মহিলা সহ তিনজনই ভর্তি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মালদহের ভূতনি থানার ভীমটোলা আলাদিয়া গ্রামের ঘটনা।
ঘটনার পর থেকেই অবশ্য বেপাত্তা অভিযুক্ত কৃষ্ণ মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ। জানা গিয়েছে, ভূতনির আলাদিয়া গ্রামে বেশ কয়েক কাটা জমির উপর বাড়ি রয়েছে মণ্ডল পরিবারের। প্রায়ই বিবাদ লেগে থাকে সেই পরিবারের সদস্যের মধ্যে। কিছুদিন আগেই পারিবারিক জমির উপরে বাড়ি তৈরি করে অনিমা মণ্ডল। এই ঘটনার পর পারিবারিক জমি বিবাদ আরও বাড়ে।
advertisement
আরও পড়ুন: ডি লিট পাচ্ছেন মমতা! আজ সেন্ট জেভিয়ার্সের সমাবর্তনে নতুন সম্মান
গত রবিবার রাতে নতুন করে বচসা শুরু হয়। এরই জেরে ধারাল হাঁসুয়া নিয়ে চড়াও হয় দেওর কৃষ্ণ মণ্ডল। প্রথমে ধারাল অস্ত্রের কোপ মারা হয় বৌদি অনিমাকে। বাধা দিতে এলে ধারাল অস্ত্রের আঘাত লাগে ভাইপো কুশ মণ্ডলের শরীরেও।
advertisement

advertisement
হামলার হাত থেকে রেহাই পাইনি ভাইপোর নববিবাহিত স্ত্রী ভাগ্যলক্ষ্মী মণ্ডলও। আক্রান্তদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে,পালিয়ে যায় অভিযুক্ত কৃষ্ণ মণ্ডল। প্রতিবেশীরাই আহতদের উদ্ধার করে প্রথমে ভূতনি হাসপাতালে ভর্তি করানো হয়।
আঘাত গুরুতর থাকায় তাঁদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের তিনজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: সপ্তাহের শুরুর দিনই বাতিল ২৯৬টি ট্রেন, তালিকায় আপনার ট্রেন নেই তো? দেখে নিন
আক্রান্তদের অভিযোগ, রাতে বিনা প্ররোচনায় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত। পারিবারিক জমিতে বাড়ি তৈরি করার পর থেকেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল পরিবারকে। কিন্তু, এভাবে হামলা হতে পারে তা কল্পনা করতে পারেননি আক্রান্তরা। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিতর্কিত জমিতে মালিকানা কার তা-ও দেখা হবে। হামলাকারীর খোঁজ চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
February 06, 2023 12:18 PM IST







