জন্মদিনে নিজে হাতে দুঃস্থদের হাতে খাবার তুলে দিল তৃতীয় শ্রেণীর বিপ্রদীপ
- Published by:Pooja Basu
Last Updated:
ছোট্ট ছেলে শেখাচ্ছে সহমর্মীতার পাঠ
#উত্তর দিনাজপুর: জন্মদিনে অনুষ্ঠান না করে লরি চালক, খালাসি এবং দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী এবং মাস্ক তুলে দিল ছোট্ট বিপ্রদীপ৷ নিজের জন্মদিনে লরি চালক, খালাসি ও দুঃস্থ মানুষের হাতে শুকনো খাবার, জলের বোতল ও সাবান তুলে দিল গোয়ালপোখরের সাহাপুরের বাসিন্দা ছোট্ট শিশু বিপ্রদীপ মোদক। করোনায় লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে স্থানীয় ইংরেজি মাধ্যমের তৃতীয় শ্রেনীর ছাত্র বিপ্রদীপের এই মহত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাহাপুরের বাসিন্দারা। ছেলের জন্মদিনে মানুষকে উপহার তুলে দিতে পেরে খুশি বিপ্রদীপের পরিবার। এই বিপদের দিনে হাতে খাবার ও পানীয় জল পেয়ে খুশি লরি ও যানবাহন চালকেরা।
প্রতি বছরই ধুমধাম করে একমাত্র ছেলে বিপ্রদীপের জন্মদিন পালন করেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর সাহাপুরের বাসিন্দা বিকাশ মোদক। এবছর করোনা ভাইরাসের আবহে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে চরম সমস্যায় রয়েছেন বহু মানুষ। এই বিপদের দিনে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে ছেলে বিপ্রদীপের জন্মদিনের অনুষ্ঠান বাতিল করে সেই টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিকাশবাবু ও তাঁর ছোট্ট ছেলে বিপ্রদীপ।
advertisement
জন্মদিনে পাতপেড়ে লোকজনকে পেটপুরে খাওয়ানোর বদলে দুঃস্থ মানুষদের সামান্য হলেও কিছু সাহায্য করতে পেরে খুবই তৃপ্ত সাহাপুরের মোদক পরিবার। খুশি সাধারণ মানুষও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2020 11:42 AM IST