জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
বিষয়টি অবিলম্বে পুলিশকে জানানো হলে, পুলিশ বাহিনীর বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়।
জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে বোমাতঙ্ক ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত একটি অজ্ঞাত বাস্কের মাধ্যমে, যা রোগী কল্যাণ সমিতির মিটিং চলাকালীন নজরে আসে। বিষয়টি অবিলম্বে পুলিশকে জানানো হলে, পুলিশ বাহিনীর বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়।
মেডিক্যাল কলেজের লালবাড়ি হিসেবে পরিচিত এই ভবনে প্রিন্সিপাল, সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস রয়েছে। পুলিশ বাক্সটি পরীক্ষা করছে এবং এটি কোনো ওষুধের প্যাকেজ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
অ্যাসিস্ট্যান্ট সুপার সুরজিৎ সেন জানিয়েছেন, প্রথমে মনে হয়েছিল এটি একটি আতঙ্কের ঘটনা হতে পারে, তবে পুলিশ সম্পূর্ণ বিষয়টি তদন্ত করছে। শীঘ্রই বিস্তারিত তথ্য জানা যাবে।
advertisement
প্রসঙ্গত ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশেষ দল ,পরিত্যক্ত বাস্কো টি পরীক্ষার পর কোনো মন্তব্য করতে না চাইলেও , হাসপাতাল কর্তৃপক্ষের জনৈক কর্তা বলেন, একটি পরিত্যাক্ত বাক্স কে ঘিরে আতঙ্কিত ছিলাম আমরা কারন হাসপাতাল চত্বরে পরে ছিলএটি।পুলিশ দ্রুত তদন্তের স্বার্থে বাক্সটিকে নিয়ে গিয়েছে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2025 8:02 PM IST








