Boats Sale Increased: বর্ষায় এলেই এখানে নৌকার কদর বাড়ে! কীভাবে তৈরি হয়, কত দাম জানেন?

Last Updated:

Boats Sale Increased: নৌকার জোগান দিতে বর্তমানে কারিগররা দিনরাত এক করে কাজ করছেন। দম ফেলার ফুরসত পাচ্ছেন না

+
নৌকা 

নৌকা 

উত্তর দিনাজপুর: বর্ষা আসতেই জেলায় নৌকার চাহিদা বাড়তে শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলায় রয়েছে টাঙ্গন, নাগর, মহানন্দা, কুলিক ও তিস্তা নদী। বর্ষাকালে নদীপাড়ের মানুষদের এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার প্রধান মাধ্যমে পরিণত হয় নৌকা। তাই বর্ষা এলেই বেড়ে যায় নৌকার কদর। বর্ষায় সময় বন্যা না হলেও অতি বর্ষণে নদীর জল বেড়ে যাওয়ার ফলে এক গ্রাম থেকে অন্য গ্রাম যেতে গেলে প্রয়োজন হয় নৌকার। তাই আষাঢ়-শ্রাবণ মাসে বর্ষা এলেই বেড়ে যায় নৌকার কদর।
এই সময় নৌকার জোগান দিতে কারিগররা দিনরাত এক করে কাজ করেন। দম ফেলার ফুরসত পান না। কিন্তু কীভাবে এই নৌকা তৈরি হয়, কত টাকাই বা দাম হয়? রায়গঞ্জের রাসবিহারী মার্কেটের কাঠের দোকানে নৌকা তৈরিতে এখন চরম ব্যস্ততা। সেখানকার এক নৌকা বিক্রেতা জানান, তাঁদের তৈরি ছোট নৌকার দাম ৭ হাজার টাকা থেকে শুরু। আর বড়ো নৌকা ২৫ হাজার টাকায় বিক্রি হয়।
advertisement
advertisement
এই নৌকাগুলো প্রধাণত শাল, সেগুন সহ বিভিন্ন মজবুত ধরনের কাঠ দিয়ে তৈরি করা হয়। নৌকা নির্মাতা অমল সূত্রধর জানান, প্রবল বৃষ্টি হলেই নৌকার চাহিদা বাড়ে। কেউ মাছ ধরার জন্য, আবার কেউ বা নদী পারাপারের জন্য নৌকা কেনেন। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত, হাট-বাজার, মাছ ধরা, গোখাদ্য সংগ্রহ, বিভিন্ন এলাকায় খেয়া পারাপারের জন্য নৌকা প্রতিটি গ্রামে বর্ষার মরশুমে নিত্যপ্রয়োজনীয় বাহন হিসেবে পরিগণিত হয়ে থাকে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Boats Sale Increased: বর্ষায় এলেই এখানে নৌকার কদর বাড়ে! কীভাবে তৈরি হয়, কত দাম জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement