North Dinajpur: তছনছ ভুট্টা ক্ষেত, ছড়িয়ে ছিঁটিয়ে রক্ত! খুন না অন্য কিছু, উত্তর দিনাজপুরে রহস্য

Last Updated:

শনিবার সকালে ঘটনাটি চোখে পড়তেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে।

 ভুট্টার জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত
 ভুট্টার জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত
চাকুলিয়া: চার দিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, ভেঙে গিয়েছে বহু ভুট্টার গাছ৷ চাকুলিয়া থানার চিরুয়া এলাকায় ভুট্টার জমিতে এমন ঘটনায় রহস্য দানা বাঁধছে।
শনিবার সকালে ঘটনাটি চোখে পড়তেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে। স্থানীয়দের অনুমান, কেউ বা কারা এখানে কাউকে খুন করে দেহ লোপাট করেছে। ঘটনাস্থলে পড়ে রয়েছে মহিলার কানের দুল, বাঁশ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রক্ত, যা দেখে চার দিকে খোঁজাখুঁজি শুরু করেছে স্হানীয়রা।
advertisement
advertisement
স্হানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এলাকার কয়েকজন বাসিন্দা ভুট্টার জমিতে কাজ করতে গেলে ঘটনাটি চোখে পড়ে। খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমতে শুরু করে। স্হানীয়রা এদিক ওদিক খোঁজাখুঁজির পর কোনও কিছুর হদিশ না মেলায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তা হলে কি এখানে কাউকে খুন করে দেহ লোপাট করেছে দুষ্কৃতীরা? না কি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলার এসডিপিও সৌম্যনন্দ সরকার ও চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন এসডিপিও। তবে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে কিছু বলতে চাননি তিনি। যদিও পুলিশের অনুমান কোনও হিংস্র প্রাণীর হামলাতেও এই ঘটনা ঘটতে পারে।
চঞ্চল মোদক
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur: তছনছ ভুট্টা ক্ষেত, ছড়িয়ে ছিঁটিয়ে রক্ত! খুন না অন্য কিছু, উত্তর দিনাজপুরে রহস্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement