Siliguri News: প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়! বাড়ির সামনে ধরনা দিলেন যুবতী

Last Updated:

Siliguri News: সারাদিন ধরনায় বসে থাকার পর অবশেষে দাবি পূরণ হয় যুবতীর। তাঁকে গ্রহণ করে নেয় প্রেমিকের পরিবার।

প্রেমিকের বাড়ির সামনে ধরনা
প্রেমিকের বাড়ির সামনে ধরনা
রাজগঞ্জ: প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে অন্য যুবতীর সঙ্গে। খবর কানে পৌঁছাতেই সাতসকালে প্রেমিকের বাড়িতে সটান পৌঁছে যান প্রেমিকা। কিন্তু প্রেমিকের পরিবার তাঁকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় সেখানেই ধরনায় বসেন যুবতী। রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বলাইগছে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
যুবকের পরিবার ও আত্মীয়রা ওই যুবতীকে বাড়ি ফেরানোর চেষ্টা করলেও বিফল হয়। কিন্তু যুবকের পরিবার মেয়েটিকে ঘরে তুলতে রাজি হয়নি। সারাদিন ধরনায় বসে থাকার পর অবশেষে দাবি পূরণ হয় যুবতীর। তাঁকে গ্রহণ করে নেয় প্রেমিকের পরিবার। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেমন্ত রায় বলেন, “মেয়েটি আমার সংসদ এলাকার। এমনিতেই তো কোনও মেয়ে ধরনায় বসবে না। উভয় পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মেয়েটিকে গ্রহণ করে যুবকের পরিবার।’
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সাতসকালে ওই যুবতী বিয়ের দাবিতে যুবকের বাড়ির সামনে ধরনায় বসেন। তাঁর এক আত্মীয় তাঁকে পৌঁছে দিয়ে যান। যুবতীর বাড়ি ওই এলাকারই মহানভিটা গ্রামে। যুবতী বলেন, ‘আমরা দুজনই সাবালক। আমাদের দুজনেরই বয়স ২৫ বছরের বেশি। প্রায় পাঁচ বছর আগে সামাজিক মাধ্যমে (ফেসবুকে) আমাদের পরিচয় হয়। সেই পরিচয় থেকেই ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে।’ বিষয়টি উভয় পরিবারের সদস্যরা জানেন।
advertisement
advertisement
ছেলের পরিবারের তরফে মেয়ের পরিবারকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও সেসময় সমস্যার জন্য তাঁরা রাজি হননি বলে যুবতীর দাবি। কয়েকদিন আগে তাঁরা দুজনে ঘুরতেও বেরিয়েছিলেন। তারপর থেকে ছেলেটি যোগাযোগ বন্ধ করে দেন বলে যুবতীর অভিযোগ।
এরই মধ্যে ছেলেটির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়। ঘটনা শুনেই এদিন বিয়ের দাবিতে ধরনায় বসেন যুবতী। এলাকার জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে এসে বোঝানোর চেষ্টা করলেও যুবতী নিজের দাবিতে অনড় থাকেন।
advertisement
যুবকের মায়ের বক্তব্য, “আমার ছেলের সঙ্গে ওই মেয়েটির যোগাযোগ ছিল। মেয়েটিকে পুত্রবধূ করার জন্য প্রস্তাব পাঠানো হয়। কিন্তু মেয়ের পরিবারের সদস্যরা রাজি হয়নি। তাই ছেলে ওই মেয়েকে আর বিয়ে করতে রাজি না হওয়ায় অন্য জায়গায় বিয়ে ঠিক করা হয়।’ এরপর এলাকার জনপ্রতিনিধিরা উভয় পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর প্রেমিকা তাঁর প্রেমিকের বাড়িতে স্থান পান।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়! বাড়ির সামনে ধরনা দিলেন যুবতী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement