বিজেপি পোলিং এজেন্টকে মারধর, ভোটের আগে বুথ জ্যামের চেষ্টার অভিযোগ
Last Updated:
#কোচবিহার: বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ রাজ্যে প্রথম দফার ভোট কোচবিহার, আলিপুরদুয়ারে। কোচবিহারে এবার তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই। অন্যদিকে, ত্রিমুখী লড়াই আলিপুরদুয়ারে।
ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই এদিন বুথ জ্যামের চেষ্টার অভিযোগ ৷ বুথে ঢুকতে বাধা দেওয়া হয় বিজেপি এজেন্টকে বলে অভিযোগ ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ৷ এর জেরে দিনহাটার আবুতাড়ার বুথে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ এমনকি নাটাবাড়িতেও বিজেপি পোলিং এজেন্টকে মারধর অভিযোগ উঠেছে তৃণমূলকর্মীদের বিরুদ্ধে ৷ এর পাশাপাশি কারিশালে বিজেপি এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তবে সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2019 9:09 AM IST