BJP on Separate North Bengal: 'বাংলার সৃষ্টিকে খণ্ডিত হতে দেবো না', অনন্ত মহারাজের পৃথক রাজ্যের দাবি ওড়ালো বিজেপি
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বিজেপি যে রাজ্য ভাগের পক্ষে নয় তা স্পষ্ট করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।
#কলকাতা: অনন্ত মহারাজের দাবি ওড়াল বিজেপি। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে শুক্রবার অনন্ত মহারাজের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনন্ত মহারাজ ফের একবার পৃথক রাজ্যের দাবিতে সোচ্চার হন। বলেন, 'পৃথক রাজ্য হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।'
তবে বিজেপি যে রাজ্য ভাগের পক্ষে নয় তা স্পষ্ট করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। অনন্ত মহারাজের মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বললেন, 'উনি একজন শ্রদ্ধেয় মানুষ। বিজেপি-র সঙ্গে অনন্ত মহারাজের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তবে অতীত ও বর্তমান রাজনৈতিক মহলও জানে যে, বিজেপি রাজ্যের ভৌগোলিক সীমারেখাকে অক্ষুন্ন রেখেই সার্বিক উন্নয়নের পক্ষে। বিজেপি রাজ্য ভাগের পক্ষে নয়। কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে, দীর্ঘদিন যাবত উত্তরবঙ্গ বঞ্চনার শিকার। উত্তরবঙ্গের উন্নয়নে বাজেট বরাদ্দ তা পর্যাপ্ত নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা তৈরি করে বলেছিলেন, উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন হবে ওখান থেকে। কিন্তু বাস্তবে কী হয়েছে তা সবাই জানে। রাজনৈতিক স্বার্থে বিভাজন ছাড়া এই সরকার উত্তরবঙ্গের উন্নয়নে কিছুই করেনি। বঞ্চনার প্রশ্নে পৃথক রাজ্য দাবি করার অধিকার সাংবিধানিক। তবে আমাদের ও সর্বভারতীয় বিজেপির দলগত অবস্থান অত্যন্ত স্পষ্ট যে, বাংলার সৃষ্টিকে আমরা খণ্ডিত হতে দেবো না৷'
advertisement
advertisement
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক শেষে গ্রেটার নেতা অনন্ত মহারাজ দাবি করেন, খুব শিগগিরই উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার৷ দীর্ঘদিন ধরে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসা অনন্ত মহারাজের এই মন্তব্যে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়৷
advertisement
অনন্ত মহারাজ এই দাবি করলেও বিষয়টি নিয়ে বৈঠক শেষে কোনও মন্তব্য করতে চাননি নিশীথ প্রামাণিক৷ তবে তাৎপর্যপূর্ণভাবে অনন্ত মহারাজের দাবিকে খারিজও করেননি তিনি৷ শুধু ইঙ্গিতপূর্ণ ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ বলেন, 'সময় মতো বলে দেওয়া হবে'।
advertisement
শুক্রবার কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়িতে আসেন অনন্ত মহারাজ৷ সেখানেই দীর্ঘক্ষণ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয় তাঁর৷ বৈঠক শেষে অনন্ত মহারাজ দাবি করে বলেন, 'অনেক কিছু আলোচনা হল, সব ইতিবাচক কথা হল৷ যেটা হবে সেটা দেখবেন৷' এর পরেই অনন্ত মহারাজকে প্রশ্ন করা হয়, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়েছে কি না? জবাবে অনন্ত মহারাজ জানান, 'এটা তো সরকার ঘোষণাই করেছে৷ আবার নতুন করে বলার কী আছে? আমার বিশ্বাস,যা হওয়ার খুব শিগগিরই হবে৷' তবে কতদিনের মধ্যে উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু বলতে চাননি অনন্ত মহারাজ৷ তিনি শুধু বলেন, 'কতদিনের মধ্যে হবে তা সরকার বলবে৷ তবে হচ্ছেই'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 9:53 AM IST