Anit Thapa | Binoy Tamang: অনীতের নতুন দল ঘোষণার সভাস্থল নিয়ে প্রশ্ন তুললেন বিনয়, শুরু বাকযুদ্ধ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Darjeeling Politics: জিমখানা ক্লাবেই হবে সভা, অনীতপন্থী, ক্লাবের ঐতিহ্যের স্বার্থেই রাজনৈতিক কর্মসূচী নয়, এটা সিদ্ধান্ত, পাল্টা তামাং!
দার্জিলিং: আগামী ৯ সেপ্টেম্বর পাহাড়ে অনীত থাপার (Anit Thapa) নয়া দলের অভিষেক হচ্ছে। ওইদিন দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে নতুন দলের নাম ঘোষণা করবেন অনীত। সঙ্গে নতুন দলের পতাকাও সামনে আনবেন তিনি। সেইমতোই এখন পাহাড়জুড়ে চলছে প্রস্তুতি। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার।
অনীতের ডাক, ৯ সেপ্টেম্বর দার্জিলিং চলো। আর এই সভাস্থল নিয়েই প্রশ্ন তুলেছেন একদা অনীতের সঙ্গী বিনয় তামাং (Binoy Tamang)। বিনয় বলেন, আগে জিমখানা ক্লাবে রাজনৈতিক দলের কর্মসূচী হত। কিন্তু ২০০৮-এর মে মাস থেকে সব বন্ধ। জিমখানা ক্লাবের পাশাপাশি ভানু ভবন এবং চৌরাস্তায় কোনও রাজনৈতিক কর্মসূচী করা যাবে না। ওই সময় জিটিএ এবং স্থানীয় বিদ্বজনদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি রাজ্যকেও জানিয়ে দেওয়া হয়েছে। ওই সময়ে জিটিএর চেয়ারম্যান ছিলেন বিনয় তামাং। তিনি জানান, জিমখানা ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে। তাই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
advertisement

advertisement
এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে সভা করার অনুমতি না দেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত জিমখানা ক্লাবের এক্সিকিউটিভ সদস্য আবার বিনয় নিজেও। অনীত থাপার কাছেও একই চিঠি পাঠিয়েছেন। ক্লাবের গরিমার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা জিমখানা ক্লাবে কোনও রাজনৈতিক কর্মসূচী হয় না। তবে অনীতের নতুন দল নিয়ে তাঁর কোনও ক্ষোভ নেই। নতুন দলকে শুভেচ্ছা জানিয়ে খোঁচা দিয়ে বলেন, অন্তত দল যেন দুর্নীতিমুক্ত হয়।
advertisement
অন্যদিকে নিজেদের সিদ্ধান্তে অনড় অনীতপন্থীরা। ইতিমধ্যেই তা নিয়ে প্রচারও সেরে ফেলেছেন। জিমখানা ক্লাবেই অনুষ্ঠান হবে। অনীতপন্থী নেতা কেশবরাজ পোখরেল পাল্টা বলেন, ‘‘ক্লাব কর্তৃপক্ষই আমাদের লিখিতভাবে অনুমতি দিয়েছে। আর এখনও আমরা কোনও রাজনৈতিক দল নই। যা হওয়ার ওইদিনই ঘোষণা হবে। ক্লাবেরই কয়েকজন সদস্য আবেদন করেছেন। ওইদিন দার্জিলিংয়ের বিশিষ্টজনেরা সভায় উপস্থিত থাকবেন। নতুন করে পাহাড়ের উন্নয়ন করা হবে। সকলকে নিয়েই একটা সিদ্ধান্তে পৌঁছনো হবে। অনীত থাপা নিজেই নতুন দলের নাম ঘোষণা করবেন।’’
advertisement
পার্থ প্রতিম সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2021 10:05 AM IST