গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়লেন বিনয় তামাং, পাহাড়ের রাজনীতিতে নতুন অঙ্ক!

Last Updated:

তা হলে কি আবার গুরুংয়ের সঙ্গে হাত মেলাবেন বিনয় তামাং!

#দার্জিলিং : পাহাড়ের রাজনীতিতে নয়া সমীকরণ? কোন পথে পাহাড়? আজ বিনয় তামাং দল ছাড়ার পর এই প্রশ্নই বড় হয়ে উঠেছে পাহাড়ে। দল ছাড়লেন বিনয় তামাং। দলের সভাপতি তো বটেই, প্রাথমিক সদস্য পদও ছাড়লেন। এখন থেকে পাহাড়ে বিনয়পন্থী মোর্চা বলে আর কিছু থাকল না। দার্জিলিংয়ে ঘোষণা করেন স্বয়ং বিনয় তামাং। বলেন,  ''২০১৭-তে দল ছেড়ে নতুন দল গড়ার জন্যে ক্ষমাপ্রার্থী বিনয়। যা হয়েছে তা এখন অতীত। ২০১৯-এ দুটো নির্বাচনে লড়ে পাহাড়ে ফল ভাল হয়নি। ২০২১-এ দুই শিবিরে ভাগ হয়ে নির্বাচনে লড়লেও পাহাড়ের সব আসন জিততে পারিনি। তিনটের মধ্যে দুটো আসন পায় বিজেপি। একমাত্র কালিম্পং আমরা পেয়েছিলাম। সেই ২০১৯ থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছিল। পাহাড়ের রাজনীতি করতে দেওয়া হবে না বিনয় তামাংকে। তবে আমি রাজনীতি ছাড়ছি না। দ্রুত রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছি।''
পদত্যাগপত্র বিমল গুরুং এবং রোশন গিরির কাছেও পাঠিয়েছেন। দলীয় পতাকাও দ্রুত গুরুংয়ের হাতে তুলে দেবেন। তবে কি বিনয় হাত মেলাবেন পুরনো সঙ্গী গুরুংয়ের সঙ্গে?  এদিন বিমল গুরুং বলেন, ''১৯৮৬ থেকে ২০০৭ জিএনএলএফের সঙ্গে ছিলাম। তারপর থেকে গোর্খা জনমুক্তি মোর্চা। তৃতীয় ইনিংস কোন দলে তা আগামী দিনে পরিষ্কার করব । ২০০৭-এ একসাথে আমরা দল গড়েছিলাম। দলীয় পতাকাও ও দেবে বলেছে। ভাল কথা। আইনি লড়াই চলছিল দলীয় ঝাণ্ডা নিয়ে। পাহাড়, তরাই, ডুয়ার্সের জন্যে একযোগে কাজ করতে চাই। আর পাহাড়ে বিনয়পন্থী বলে কিছু থাকল না। আশা করি অনীত থাপাও সেটা বুঝবে। তামাং ফিরে এলে ওকে স্বাগত।''
advertisement
পাহাড়ের রাজনীতি তো বটেই সমতলের গোর্খা অধ্যুষিত এলাকায় বিজেপিকে রুখতে দুই শিবির এক হয়ে লড়লে সুবিধে হবে। এখন কোন পথে পাহাড়, নজর সকলের। বিনয়ের আবার গুরুংয়ের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনা প্রবল বলে মনে করছে পাহাড়ের রাজনৈতিক মহল। "আপনাদের কাছ থেকেই শুনলাম। এখন পাহাড়ের রাজনৈতিক পরিস্থতির দিকে লক্ষ্য রাখবো এবং অপেক্ষায় থাকবো। এছাড়া আর আপাতত কিছু নয়।" শিলিগুড়িতে বললেন তৃণমূল নেতা গৌতম দেব। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর থেকেই অনিত থাপার  সঙ্গে দূরত্ব বাড়ছিল বিনয়ের। আগামীকাল কেন্দ্রীয় কমিটির জরুরী বৈঠক তলব অনীত থাপার। বিনিয় তামাং দল ছাড়ার সিদ্ধান্তের পর বৈঠক। কাল কার্শিংয়ে সকাল ১১টায় বৈঠক।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গোর্খা জনমুক্তি মোর্চা ছাড়লেন বিনয় তামাং, পাহাড়ের রাজনীতিতে নতুন অঙ্ক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement