Binay Tamang: TMC ছাড়ার পরেই গোর্খাল্যান্ডের দাবি! মমতার সফরের আগেই সুর চড়ালেন বিনয় তামাং

Last Updated:

Binay Tamang: মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিনয় তামাংয়ের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে।

মমতার সফরের আগেই সুর চড়ালেন বিনয় তামাং
মমতার সফরের আগেই সুর চড়ালেন বিনয় তামাং
দার্জিলিং: গোর্খাল্যান্ডের ইস্যুতে সুর চড়ালেন বিনয় তামাং। এবার এক পা এগিয়ে সরাসরি বিবৃতি প্রকাশ করে দিলেন। বিবৃতিতে তিনি জানালেন, পশ্চিমবঙ্গ থেকে আলাদা হতে চাই। প্রসঙ্গত, সোমবারই বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই বিনয় তামাংয়ের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে।
বিনয় বিবৃতিতে জানিয়েছেন, আমাদের ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি মনে করি না সংবিধানের ওপরে কেউ আছে। গতকাল যে প্রস্তাব পাশ হয়েছে, তা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই প্রসঙ্গে তিনি উত্তরবঙ্গের মানুষকে সরব হতে বলেছেন। অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে অত্যাচারিত বলে মন্তব্য করেছেন বিনয়।
advertisement
প্রসঙ্গত, বিনয় যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। জিটিএ ভোটে জিতে সভাসদ হন। তবে কিছুদিনের মধ্যে তাঁর সঙ্গে দূরত্ব তৈরি হয় তৃণমূল কংগ্রেসের। বিনয় তামাং তাঁর বিবৃতিতে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা ও কার্শিয়াংয়ের বিধায়ক বি পি বাজগাইকে ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
advertisement
সোমবারই বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পেশ করা হয়েছে। আর তারপর পরপরই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বুধবার মেঘালয় যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেঘালয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সফরসঙ্গী থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Binay Tamang: TMC ছাড়ার পরেই গোর্খাল্যান্ডের দাবি! মমতার সফরের আগেই সুর চড়ালেন বিনয় তামাং
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement