গুরুংয়ের নতুন চাল, উত্তরবঙ্গে তৃণমূলের পথের কাঁটা হবে নয়া জোট? সম্ভাবনা প্রবল
- Published by:Debamoy Ghosh
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
তবে কি বিজেপির সঙ্গেই থাকবে এই জোট? কারণ গুরুংয়ের দিল্লি সফর এক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
শিলিগুড়ি: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ফের নয়া রাজনৈতিক সমীকরণ উত্তরবঙ্গে। আবারও একমঞ্চে উত্তরের দুই পৃথক রাজ্যের দাবীদারেরা।
দিন কয়েক আগেই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি) এবং গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দেন। বৈঠকে ছিলেন মোর্চা নেতা বিমল গুরুং, রোশন গিরি, কেপিপি নেতা অমিত রায়, বুধারু রায়রা। আর এই বৈঠকের পরই গতকাল দিল্লি উড়ে গিয়েছেন বিমল গুরুং, রোশন গিরিরা। এই সফর নিয়েও বাড়ছে ধোঁয়াশা। যদিও সফর নিয়ে মুখে কুলুপ এঁটেছে মোর্চা নেতৃত্ব।
advertisement
advertisement
কী নিয়ে আলোচনা হয়েছিল বৈঠকে? সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গের তরাই এবং ডুয়ার্সের আসনগুলিতে জোট গড়ছে কেপিপি এবং মোর্চা। ডুয়ার্সে গোর্খা অধ্যুষিত এলাকায় গুরুংয়ের যথেষ্ট প্রাধান্য রয়েছে। আবার রাজবংশী ভোটও রয়েছে। ভোট ভাগাভাগি ঠেকাতেই এই বৈঠক। সূত্রের খবর, জোট নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এবং আদিবাসী বিকাশ পরিষদকেও জোটে সামিল করতে তৎপর দুই শিবির। আদিবাসী বিকাশ পরিষদের সঙ্গে গুরুংয়ের সখ্যতা রয়েছে। গুরুং দিল্লি থেকে ফিরলেই আদিবাসীদের সঙ্গে নিয়ে কেপিপি এবং মোর্চা নেতৃত্ব বৈঠকে বসবে বলে জানা গিয়েছে।
advertisement
তবে কি বিজেপির সঙ্গেই থাকবে এই জোট? কারণ গুরুংয়ের দিল্লি সফর এক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেপিপির এক শীর্ষ নেতার দাবি, এখনও বিজেপির সঙ্গে জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে তৃণমূলের সঙ্গে যে জোট হচ্ছে না, তা নিশ্চিত। কেননা গুরুং আগেই ঘোষণা করেছেন, তৃণমূল এবং বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। তবে কেপিপি-গুরুং বৈঠক নিয়ে উত্তরের রাজনৈতিক মহল সরগরম।
advertisement
অতুল রায় যখন বেঁচেছিলেন সেই সময়েও মোর্চার সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছিল দুই শিবির। এমন কী, লোকসভা নির্বাচনেও বিজেপির সঙ্গেই এক জোটে ছিল তারা। তেইশের পঞ্চায়েতেও জোট গড়েই যে তারা লড়বে তা নিশ্চিত করেছে দুই শিবিরই। দিল্লি থেকে গুরুং, রোশন গিরিরা ফিরলে জোটে সিলমোহর পড়তে পারে। সেক্ষেত্রে জোট কি বিজেপির দিকেই ঝুঁকছে? তাও পরিষ্কার হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2023 6:14 PM IST