Sharad Pawar: আচমকাই এনসিপি প্রধানের পদ ছাড়লেন শরদ পাওয়ার, ভাইপো অজিতের সঙ্গে বিরোধের জের?

Last Updated:

গত কয়েকদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর সামনে আসছিল৷

দলের সভাপতির পদ ছাড়লেন শরদ পাওয়ার।
দলের সভাপতির পদ ছাড়লেন শরদ পাওয়ার।
মুম্বাই: এনসিপি সভাপতির পদ ছাড়লেন শরদ পাওয়ার৷ এ দিন নিজেই এই ঘোষণা করেছেন প্রবীণ রাজনীতিবিদ৷ তবে তিনি পুরোপুরি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি পাওয়ার৷
১৯৯৯ সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র প্রতিষ্ঠা করেছিলেন পাওয়ার৷পাওয়ারের পর এনসিপি প্রধানের পদে কে বসবেন, তা এখনও স্পষ্ট নয়৷ গত কয়েকদিন ধরেই ভাইপো অজিতের সঙ্গে শরদ পাওয়ারের সংঘাতের খবর সামনে আসছিল৷ এই পরিস্থিতির মধ্যেই আজ সেই অজিত পাওয়ারকে পাশে বসিয়েই নিজের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে দলের সভাপতির পদ ছাড়ার ঘোষণা করেন মহারাষ্ট্রের চার বারের মুখ্যমন্ত্রী পাওয়ার৷
advertisement
advertisement
পদত্যাগের কথা জানিয়ে পাওয়ার বলেন, 'গত ছ' দশক ধরে মহারাষ্ট্রের মানুষ আমাকে যে ভালবাসা এবং সমর্থন দিয়েছেন, তা ভোলার নয়৷ কিন্তু এখন নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে৷'
পাওয়ারের এই ঘোষণা অবশ্য মেনে নিতে পারেননি দলের কর্মী- সমর্থকরা৷ পাওয়ারের ঘোষণার পর তাঁদের অনেকের চোখে জল দেখা যায়৷ ভবিষ্যতে দল কোন পথে এগোবে, তা ঠিক করতে দলের সিনিয়র নেতাদের নিয়ে প্যানেলও তৈরি করে দিয়েছেন পাওয়ার৷ অনেকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য পাওয়ারকে অনুরোধও করতে শুরু করেন৷ তা না হলে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দেন ওই দলের ওই কর্মী সমর্থকরা৷ তাতেও অবশ্য নিজের সিদ্ধান্ত বদলাননি প্রবীণ নেতা৷ দলের অন্যতম পুরনো নেতা প্রফুল্ল প্যাটেলও জানান, এই সিদ্ধান্ত ঘোষণার আগে কাউকেই কিছু জানাননি পাওয়ার৷
advertisement
যদিও কর্মী সমর্থকদের আশ্বস্ত করে পাওয়ার বলেন, আমি আপনাদের সঙ্গেই আছি৷ তবে এনসিপি প্রধান হিসেবে নয়৷ অজিত পাওয়ারও দাবি করেন, দলের পরবর্তী সভাপতি শরদ পাওয়ারের অভিভাবকত্বেই কাজ করবেন৷
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন অজিত পাওয়ার৷ তা নিয়েই শরদ পাওয়ারের সঙ্গে তাঁর সংঘাত চলছিল বলে খবর৷
advertisement
এ দিন শরদ পাওয়ারের পদত্যাগের পরেও অজিতের বিজেপি-তে যাওয়ার সম্ভাবনা জিইয়ে থাকল৷ ঠিক ১৫ দিন আগেই শরদ কন্যা সুপ্রিয়া সুলে দাবি করেছিলেন, 'আগামী ১৫ দিনের মধ্যে রাজনীতির আঙিনায় বিস্ফোরক দুটি ঘটনা ঘটবে৷' সুপ্রিয়ার দাবি ছিল, এর একটি ঘটবে দিল্লিতে, অন্যটি মহারাষ্ট্রে৷ এ দিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আবার হুমকি দিয়ে রেখেছেন, সত্যিই যদি অজিত পাওয়ার এনসিপি ভেঙে বিজেপি-তে যোগ দেন, তাহলে তিনি বিজেপি-র সঙ্গে থাকা জোট সরকার ভেঙে বেরিয়ে আসবেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sharad Pawar: আচমকাই এনসিপি প্রধানের পদ ছাড়লেন শরদ পাওয়ার, ভাইপো অজিতের সঙ্গে বিরোধের জের?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement