হোম /খবর /উত্তরবঙ্গ /
ধর্মঘটে অগ্নিগর্ভ সুজাপুর, অশান্তির দায় কার ? রাজনৈতিক তরজা তুঙ্গে

ধর্মঘটে অগ্নিগর্ভ সুজাপুর, অশান্তির দায় কার ? রাজনৈতিক তরজা তুঙ্গে

ধর্মঘটে অগ্নিগর্ভ সুজাপুর

ধর্মঘটে অগ্নিগর্ভ সুজাপুর

অশান্তির ঘটনা ঘিরে উত্তপ্ত রাজনৈতিক তরজা। ধর্মঘটে শিরোনামে মালদার সুজাপুর।

  • Last Updated :
  • Share this:

#মালদহ: প্রথমে অশান্তির আগুন। তারপর সেই অশান্তির ঘটনা ঘিরে উত্তপ্ত রাজনৈতিক তরজা। ধর্মঘটে শিরোনামে মালদার সুজাপুর।বুধবার, সকালে সিপিএম ও কংগ্রেস একসঙ্গে জমায়েত করে। অবরোধ করে সুজাপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে সিপিএমের বেশিরভাগ কর্মী সমর্থক হঠে যান। কংগ্রেস বিক্ষোভ দেখাতে থাকে। সেই সময় সিএএ ও এনআরসি বিরোধী কট্টরপন্থী একাধিক সংগঠনের লোকজন পুলিশকে টার্গেট করে ইট ছুড়তে শুরু করে। পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর এমনই। শুরু হয় রাজনৈতিক তরজা।সুজাপুর বরাবরই কংগ্রেসের গড়। একসময় এই সুজাপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন গনিখান চৌধুরী। ২০১৬ সালেও কংগ্রেসের টিকিটে জেতেন গণি পরিবারেরই সদস্য, ইশা খান চৌধুরী। সেই সুজাপুরই, এ দিন প্রথমে হিংসা, তারপর রাজনৈতিক তরজায় গরম।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Bharat Bandh, Strike, Sujapur, Violence