Betel Nut Farming: অত্যধিক গরমে সুপারি চাষের ব্যাপক ক্ষতি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Betel Nut Farming: প্রচন্ড দাবদাহ লক্ষ্য করা যাচ্ছে ডুয়ার্সজুড়ে। গরমের কারণে বেলা হলেই রাস্তায় মানুষকে দেখা যাচ্ছে না। শুকিয়ে যাচ্ছে জলাশয়। এই পরিস্থিতিতে সবচেয়ে চিন্তায় পড়েছেন আলিপুরদুয়ার জেলার সুপারি চাষিরা
আলিপুরদুয়ার: প্রচন্ড দাবদাহের কারণে মাঠেই নষ্ট হচ্ছে সুপরি গাছ। এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কায় ভুগছেন চাষিরা। আর তাই গ্রীষ্মকালে সুপরি গাছের পরিচর্যা নিয়ে খুব শীঘ্রই কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন জেলা কৃষি আধিকারিক।
তিনদিন হল প্রচন্ড দাবদাহ লক্ষ্য করা যাচ্ছে ডুয়ার্সজুড়ে। গরমের কারণে বেলা হলেই রাস্তায় মানুষকে দেখা যাচ্ছে না। শুকিয়ে যাচ্ছে জলাশয়। এই পরিস্থিতিতে সবচেয়ে চিন্তায় পড়েছেন আলিপুরদুয়ার জেলার সুপরি চাষিরা। এই জেলা সুপরি চাষের জন্য বিখ্যাত। প্রতিটি ব্লকেই হয় সুপরি চাষ। বর্তমানে ফালাকাটা ও কালচিনি ব্লকে চলছে সুপরির চারা রোপন। এই প্রচন্ড দাবদাহের কারণে মাঠেই শুকিয়ে মরে যাচ্ছে সুপারি গাছ। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রচন্ড গরমের কারণে ইতিমধ্যেই জেলায় ৩০০ টি সুপরি গাছ মারা গিয়েছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে আবহাওয়ার পরিবর্তন নাহলে সুপরি চাষে মন্দা দেখা দেবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।। তাই খুব শীঘ্রই জেলার সুপরি চাষিদের নিয়ে আলোচনায় বসা হবে।
এইদিকে একের পর এক সুপরি গাছ মরে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। তাঁরা জানিয়েছেন, এইভাবে গরম চললে এবার সুপারি চাষে ভয়াবহ ক্ষতি হয়ে যাবে। এমনিতেই গরমের পর বৃষ্টি নামলে হাতির উপদ্রব শুরু হয়ে যায়। সব মিলিয়ে বেশ সঙ্গীন অবস্থা সুপারি চাষিদের। কৃষি ও বন দফতর সবটা জেনেও নিশ্চুপ বলে অভিযোগ।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 11:01 PM IST