Malda News: কীভাবে পান খেলে স্বাস্থ্যের উপকার হবে? জানলে আজই গুটখা,পানমশলা ছেড়ে দেবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
হবিবপুর, বামনগোলা সহ মালদহ জেলার একাধিক ব্লকে পান পাতার চাষ হয়। পান পাতা শরীরের জন্য স্বাস্থ্যকর হলেও বর্তমানে পান মশলা, গুটখার দাপটে পান পাতার চাহিদা কমেছে।
মালদহ: পান শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী হলেও বর্তমানে চাহিদা না থাকায় বিলুপ্তির পথে পান চাষ। বর্তমান যুগে গুটখা,পান মশলার দাপটে বাজারে চাহিদা কমেছে পান পাতার। যার ফলে দাম পাচ্ছেন না পান চাষিরা। গুটখা পান মশলা স্বাস্থ্যের ক্ষেত্রে হানিকারক হলেও বেশি দাম দিয়ে এই পান মশলার মত হানিকারক জিনিস খান মানুষরা।
তবে পান পাতা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী তা জানেন না অনেকেই। পান পাতা তামাকজাত দ্রব্য ছাড়া খেলে স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী। শারীরিক একাধিক ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধে সহায়ক এই পান পাতা। তবে বর্তমানে শুধুই বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে খাবার পাতে সাজানোর মত জায়গায় এবং পুজোর ক্ষেত্রে এই পান পাতার চাহিদা লক্ষ্য করা যায়। চিকিৎসকদের মতে এই পান পাতা শরীরের একাধিক রোগ নির্ণয়ে সহায়ক।
advertisement
advertisement
জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী জানান,”পান পাতার বিকল্প কোনদিনই গুটখা বা তামাকজাত দ্রব্য হতে পারে না। পান পাতা সম্পূর্ণরূপে জৈবিক উদ্ভিদ। এই পান পাতা হজমশক্তি বাড়ানো থেকে শুরু করে শ্বাসকষ্টের সমস্যা সমাধানে সহায়ক হয়।” মালদহ জেলার হবিবপুর, বামনগোলা সহ একাধিক ব্লক এলাকায় ব্যাপক পরিমাণে পান চাষ হয়। তবে বর্তমানে গুটকা পান মশলা দাপটে এই জৈবিক পান পাতার চাহিদা কমেছে। যার ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পান চাষিদের।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 5:17 PM IST