Travel Destination: পাহাড়, ঝর্না, চা বাগান...পুজোর ছুটি কাটাতে চান প্রকৃতির কোলে? এই ‘অচেনা’, ‘নির্জন’ জায়গার খোঁজ জানেন তো?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Pujo Travel Destination: সকালের প্রাতরাশ সেরে চলে যান রেনবো ফলস দেখতে। অবশ্য এই ঝর্নার আরও একটা নাম আছে, ইন্দ্রানী ফলস্। আসলে সূর্যের আলো পড়ে ঝর্নার বুকে রামধনু তৈরি হয় বলে নাম হয়েছে রেনবো ফলস।
দার্জিলিং: পুজোর ছুটিতে যাঁরা একটু অন্যরকম জায়গায় ঘুরতে যেতে চান তার জন্য অপেক্ষা করছে একেবারে অচেনা এই জায়গাটি। পাহাড়ে ঘোরার এখন অনেক ছোট বড় জায়গা হয়েছে। একাধিক অফবিট লোকেশন তৈরি হয়ে গিয়েছে। তার মধ্যেই দারুন একটি জায়গা হল কালেজ ভ্যালি। রংবুলের কাছে এই জায়গা। দার্জিলিং থেকে মাত্র ২০ কিমি দূরে।
কালেজ পাখি দেখা যায় এখানে প্রচুর, সেই থেকেই নাম হয়েছে কালেজ ভ্যালি। চারদিকে চা বাগান আর পাইন গাছের সারি। পরিবার নিয়ে আসুন বা বন্ধুদের সঙ্গে অথবা মধুচন্দ্রিমায়, প্রকৃতিকে যদি আপনি ভালোবাসেন তাহলে এখানে আসতেই হবে।
আরও পড়ুন: অপরাজিতা বিল পাস, এবার? নবান্নে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক মমতার, নেওয়া হল বড় সিদ্ধান্ত
advertisement
advertisement
কালেজ ভ্যালিতে রয়েছে মাত্র দুটো হোম স্টে– কালেজ ভ্যালি কানন হোম স্টে আর রেনবো ভ্যালি রিসর্ট। দুটোই একবারে চা বাগানের ধার ঘেঁষে। পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে বেরোতে বেরোতেই দেখবেন কখন যেন সময় কেটে গিয়েছে।
সকালের প্রাতরাশ সেরে চলে যান রেনবো ফলস দেখতে। অবশ্য এই ঝর্নার আরও একটা নাম আছে, ইন্দ্রানী ফলস্। আসলে সূর্যের আলো পড়ে ঝর্নার বুকে রামধনু তৈরি হয় বলে নাম হয়েছে রেনবো ফলস। দুটো হোমস্টে থেকে রেনবো ফলসের দূরত্ব ২ কিমির মতো। হেঁটে যেতে সময় লাগবে ১ ঘণ্টার কাছাকাছি। পাহাড়ি রাস্তা ধরে ট্রেকিং করার শখ যাদের রয়েছে, তাঁদের অসাধারণ লাগবে এই অভিজ্ঞতা।
advertisement
হাঁটার কষ্ট ভুলিয়ে দেবে চারপাশের প্রকৃতি। আর একবার ঝর্নার কাছে পৌঁছে গেলে তো চোখ ফেরাতেই পারবেন না। সশব্দে নেমে এসেছে জলের ধারা। বর্ষায় যার রূপ আরও সুন্দর। খুব সুন্দর বাঁধিয়ে দেওয়া হয়েছে ঝর্নার পাশটা। তাই পাশে বসে জিরিয়েও নিতে পারবেন।
advertisement
এখানে আসতে হলে আগে আপনাকে ট্রেনে করে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা প্লেনে বাগডোগরা। এবার সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে আসতে পারেন কালেজ ভ্যালি। অথবা শেয়ার গাড়িতে আসুন রংবুল পর্যন্ত। সেখান থেকে হোম স্টে-তে বলে রাখলেই তারা গাড়ি পাঠিয়ে দেবে।
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2024 9:20 PM IST