Bengali Video: বসন্তকালে বোরোদের বিখ্যাত ছিফুং নাচের ভিডিও দেখুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
রহস্য মোড়া ডুয়ার্সে বিভিন্ন জনজাতির বসবাস। তার মধ্যে বোরো'রা অন্যতম জনজাতি। প্রতিটি জনজাতির সংস্কৃতি, খাদ্যাভ্যাস সম্পর্কে একবারে জেনে নেওয়া সম্ভব নয়
আলিপুরদুয়ার: বাঁশির সুর আর ঘুঙুরের তাল দুইয়ের মিলনে জমে ওঠে বোরোদের ঐতিহ্যবাহী ছিফুং নাচ। যে কোনও শুভ অনুষ্ঠানে বোড়োদের এই নৃত্য অপরিহার্য।
রহস্য মোড়া ডুয়ার্সে বিভিন্ন জনজাতির বসবাস। তার মধ্যে বোরো’রা অন্যতম জনজাতি। প্রতিটি জনজাতির সংস্কৃতি, খাদ্যাভ্যাস সম্পর্কে একবারে জেনে নেওয়া সম্ভব নয়। এই জনজাতিদের বৈচিত্র্যময় সংস্কৃতির টানে পর্যটকরা বারবার ছুটে আসে ডুয়ার্সে। বোরো জনজাতির নৃত্যের নাম ছিফুং বাজাই। জেলার কালচিনি, আলিপুরদুয়ার-২ ব্লকে রয়েছে বোরো জনজাতির বসবাস। সাধারণত বনবস্তি এলাকায় এঁদের বসবাস। কোনও শুভ কাজের আগে দলবেঁধে নাচেন সকল বোরো মেয়েরা।সঙ্গে থাকে একজন বাঁশিবাদক।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই ছিফুং নাচে দেখা যায় হলুদ শাড়ি ও লাল গামছা নিয়ে মেয়েরা নৃত্য পরিবেশন করছে। এই নৃত্য পরিবেশনের আগে ছেলেরা সাদা ধুতি ও পাঞ্জাবি পরিধান করে। সঙ্গে গামছা থাকে। নিজস্ব ভাষায় গান বেঁধে বাঁশির সুরে সেই গান গাইতে গাইতে নৃত্য করে মেয়েরা। বসন্তকালে এই নাচটি বিশেষ জনপ্রিয়।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 9:48 PM IST