Bengali Theatre: চা শ্রমিকের সন্তান অভিনেতা! বিরাট চমক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
বকুলবাগান রঙ্গমঞ্চ নাট্য সংস্থা খেটে খাওয়া মানুষদের কথা তুলে ধরেন তাঁদের নাটকে। এবারে শ্রমিক সন্তানদের বাল্যবিবাহ সম্পর্কে অবগত করতে হয়েছে নাটকের আয়োজন
আলিপুরদুয়ার: বাবুদের থিয়েটার এখন চাষ শ্রমিকদেরও। আলিপুরদুয়ারের শ্রমিক মহল্লার সন্তানদের নিয়ে নাটকের আয়োজন। সচেতনতামূলক অভিনয়ের এই আয়োজন করেছে বকুলবাগান রঙ্গমঞ্চ। বর্তমানে চলছে নাটকের মহড়া।
আরও পড়ুন: গৌড় সাম্রাজ্যের ছোঁয়া, ফুট ব্রিজে ওয়েটিং রুম! অমৃত ভারতের ‘জাদুকাঠি’ মালদহ টাউন স্টেশনে
বকুলবাগান রঙ্গমঞ্চ নাট্য সংস্থা খেটে খাওয়া মানুষদের কথা তুলে ধরেন তাঁদের নাটকে। এবারে শ্রমিক সন্তানদের বাল্যবিবাহ সম্পর্কে অবগত করতে হয়েছে নাটকের আয়োজন। প্রতিদিন বিকেলে মধু চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের দেখা যায় নাটকের মহড়ায় অংশগ্রহণ করতে।
advertisement
advertisement
এই নাটকের মধ্য দিয়ে চা শ্রমিকদের জীবন যন্ত্রণার ছবি ফুটে উঠছে। শ্রমিক মহল্লার কিশোরীদের ঠিক কতটা দুরবস্থা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কম বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কী কী সমস্যা হতে পারে সেটিও নাটকের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই নাটকের নাম জাদুগরী।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বকুলবাগান রঙ্গমঞ্চ নাট্য সংস্থার কর্ণধার রুম্পা গুঁই জানান, শ্রমিক মহল্লার চাপা আর্তনাদ কেউ বোঝে না। তাঁদের মনের কথা নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আমরা। দুটি নাটকেই অংশগ্রহন করেছে মধু চা বাগানের শ্রমিকরা। আয়জক সংগঠনের সদস্যরা ছাড়াও এলাকার সকল জনপ্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন মহড়া দেখতে। আগামীতেও চা বাগানে এমন আরও সচেতনতা মূলক নাট্য অনুষ্ঠান হবে বলে বকুলবাগান রঙ্গমঞ্চের তরফে জানানো হয়েছে।
advertisement
অনন্যা দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 7:14 PM IST