Tailors Condition: আধুনিক রেডিমেড পোশাকে ছেয়েছে বাজার! আজও দিন বদলের আশায় বুক বাঁধেন দর্জিরা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
এখনও বহু অভিজ্ঞ দর্জিদের দেখতে পাওয়া যায় বাজারে কাজ করতে। বছরের অন্যান্য সময় খুব একটা কাজ না থাকলেও দুর্গা পুজো আসলে কিছুটা কাজ পান তাঁরা। সেই আশায় আজও বুক বাঁধছেন এই দর্জিরা।
কোচবিহার: একটা সময় ছিল, যখন পুজো এলেই খোঁজ পড়ত দর্জিদের। তবে আধুনিকতার এই সময়ে রেডিমেড জামাকাপড় দখল করেছে বাজার। তাই এখন আর সেরকম একটা খোঁজ পড়ে না দর্জিদের। তবুও বহু অভিজ্ঞ দর্জিদের দেখতে পাওয়া যায় বাজারে কাজ করতে। বছরের অন্য সময় খুব একটা কাজ না থাকলেও দুর্গাপুজো এলে কিছুটা কাজ পান তাঁরা। সেই আশায় আজও বুক বাঁধছেন এই দর্জিরা।
কোচবিহারের দীর্ঘ সময়ের অভিজ্ঞ দর্জি পবিত্রকুমার পাল বলেন, “দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি এই দর্জির কাজ করছেন। একটা সময় ছিল যখন কাজের অভাব ছিল না। সারাদিনে সময় পেতেন না কাজ করার মাঝে। তবে এখন আর সেই দিন নেই। এখন রেডিমেড জামাকাপড় বাজারে এত বেশি পরিমাণে চলে। যে মানুষ আর খুব একটা দর্জিদের দিকে তাকানোর সময় পান না।”
advertisement
advertisement
আরও পড়ুন: বড় খবর! লাখ-লাখ যাত্রীর জন্য বিরাট সুখবর দিল রেল, না জানলেই পস্তাবেন!
কোচবিহারের দীর্ঘ সময়ের আরও এক অভিজ্ঞ দর্জি ছোটন রহমান জানান, একটা সময় তাঁদের প্রয়োজন হত অনুষ্ঠানের সময় এলেই। তবে এখন আর প্রয়োজন পড়ে না। সময়ের সঙ্গে পরির্বতন কে মেনে নিয়েছেন এই শিল্পীরা। তাইতো আজও বহু দক্ষ দর্জিরা পুজোর কিংবা অন্য অনুষ্ঠানের দিনগুলির আশায় দোকান আগলে বসে থাকেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 21, 2024 1:47 PM IST