Bengali News: জেলার ইতিহাস থেকে মুছে যাবে আস্ত একটা নদী!

Last Updated:

নদী ঘিরে দূষণের এমনই সব ছবি চোখে পড়ল জলপাইগুড়ির ২ নম্বর ওয়ার্ডের রায়কত পাড়ার ধরধরা নদীতে

+
মুছে

মুছে যাচ্ছে ধরধরা নদী

জলপাইগুড়ি: কোথাও নোংরা আবর্জনা স্তূপীকৃত হয়ে পড়ে রয়েছে, কোথাও আবার নদীর জল স্থির। সবুজ শ্যাওলার চাদরে ঢাকা নদীর জল। এখানেই শেষ নয়, নদী বক্ষে ভেসে বেড়াচ্ছে বোতল এবং প্লাস্টিকের বর্জ্য পদার্থ। কোনও কোনও অঞ্চলে আবার নদী পাড়ে সিমেন্টের পিলার তুলে নির্মাণ কাজও শুরু হয়েছে হয়েছে। এক কথায় ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে জলপাইগুড়ির ধরধরা নদী।
নদী ঘিরে দূষণের এমনই সব ছবি চোখে পড়ল জলপাইগুড়ির ২ নম্বর ওয়ার্ডের রায়কত পাড়ার ধরধরা নদীতে। জলপাইগুড়ির ধরধরা নদীতে এখন জল চোখেই পড়ে না। নদী এবং নদীর পাড়ের কিছু অংশে গজিয়ে উঠেছে ঘন কচু বন এবং জংলী গাছ। নদীর পাড়ে থাকা বাঁশ ঝাড়ের দাপটে জল দেখতে উঁকি-ঝুঁকি মারতে হয়। নদী যেন পরিণত হয়েছে নালাতে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নিষেধাজ্ঞা সত্ত্বেও আজও এলাকার পারিপার্শ্বিক সমস্ত নোংরা আবর্জনা এনে ফেলা হয় সেই নদীতেই। আশেপাশের বাসিন্দাদের অনেকে বাড়ির আবর্জনা খেলার ডাস্টবিন হিসেবে বিবেচনা করছে এই নদীকেই। দিনের পর দিন সংস্কারের অভাবে রীতিমত ডাম্পিং গ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে চলা ধরধরা নদী। যার ফলে দূষণে জেরবার ধরধরা। এর জেরে দূষিত হচ্ছে পরিবেশও। সেখান দিয়ে যাতায়াত করতে পচা দুর্গন্ধে মুখে রুমাল চাপা দিতে হয় সাধারণ মানুষকে। স্থানীয়দেরই অনেকের অভিযোগ, প্রশাসনের নজর নেই এই নদীর দিকে। দুর্গন্ধে টেকা যায় না। কবে এই নদীর সংস্কার হবে? কবে নিজের প্রাণ ফিরে পাবে ধরধরা নদী? প্রশ্ন থেকেই যায়।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: জেলার ইতিহাস থেকে মুছে যাবে আস্ত একটা নদী!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement