Bengali News: পাথরের গুঁড়ো দিয়ে ছবি এঁকে চমক শিল্পীর
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
আদিম কালের মত এই চিত্রকলা পাথরের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। তবে এর মধ্যে অবশ্যই আধুনিকতার ছোঁয়া রয়েছে
শিলিগুড়ি: মানুষ কীভাবে ছবি আঁকতে শিখেছিল তা আজ আর জানার উপায় নেই। কেনইবা মানুষ ছবি আঁকা শুরু করেছিল সেটাও আজ আর সঠিকভাবে জানা যায় না। তবে পাথরের গায়ে আদিম মানুষের ছবি আঁকার গল্প আমরা সকলেই জানি। প্রাচীনকালের শিল্পকর্মের সেই ছায়াই যেন দেখা গেল শিলিগুড়ির এই শিল্পীর হাতে। মাটি, পাথরের গুঁড়ো, কাঠের গুঁড়ো— এই সব প্রাকৃতিক উপাদান দিয়েই দেবাশিস কুন্ডু তৈরি করলেন দারুন চিত্রকলা।
আদিম কালের মত এই চিত্রকলা পাথরের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে। তবে এর মধ্যে অবশ্যই আধুনিকতার ছোঁয়া রয়েছে। শিলিগুড়ির বাসিন্দা দেবাশিস কুন্ডু সাধারণত বাঁশের জিনিস তৈরি করেই নিজের নাম ডাক করেছেন। তাঁরই মস্তিষ্ক প্রসূত এই পাথরের গুঁড়ো দিয়ে তৈরি চিত্রকলা। পাথরের গুঁড়ো দিয়ে ছবি বানিয়ে তিনি রীতিমত অবাক করে দিয়েছেন সকলকে।
advertisement
advertisement
কী করে এমন জিনিস মাথায় এল জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাদের শিল্প মনে সব সময়ই নতুন কিছু করার চিন্তাভাবনা থাকে। সেই নতুন তৈরি করতে গিয়েই এমন চিন্তা মাথায় এসেছে। আমরা এই জিনিসটার প্রচার এখনও সেভাবে করিনি। তবে যারা যারা আমার এই কাজ দেখেছেন প্রত্যেকেই এরকম জিনিস কেনার জন্য ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
শিল্পী দেবাশিস কুন্ডু জানিয়েছেন, যেকোনও প্লাইউড বা যেকোনও কাঠামোর উপর প্রথমে ছবি আঁকা হয়, তারপর আঠা দিয়ে একটা লেয়ার বানান। তারপর পাথরগুলো গুঁড়ো করে আঠা লাগানো জায়গাগুলোতে লাগিয়ে দিয়ে এমন জিনিস তৈরি করা যায়। এমন জিনিস ভীষণ টেকসই হয়। ইতিমধ্যে ১০ হাজার টাকা খরচ করে এক হোটেল ব্যবসায়ী আঁকে এই চিত্রকলার অর্ডার নিয়েছেন। এছাড়াও বাঁশ দিয়ে তৈরি কাজের উপরেও এমন পাথরের গুঁড়োর কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2024 6:03 PM IST







