Bengali News: এই স্কুলে ক্লাস করা মানেই আতঙ্ক! কখন যে কী হয়...
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
বেহাল দশা বালুরঘাট ব্লকের সীমান্তবর্তী চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিশপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের। অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরেই আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা বেহাল। প্রাথমিক বিদ্যালয়ে চারটি ক্লাস রুম থাকলেও তিনটেতেই ক্লাস করা যায় না৷ এর ফলে বাধ্য হয়েই একটি শ্রেণিকক্ষেই চলছে সব শ্রেণির পড়ুয়াদের ক্লাস। স্কুলের বেহাল অবস্থার কারণে ক্লাসরুমের ছাদের চাঙড় খসে পড়ছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন পড়ুয়া থেকে শিক্ষক ও রাঁধুনিরা।
এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। ঠিক এমনই বেহাল দশা বালুরঘাট ব্লকের সীমান্তবর্তী চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের চিঙ্গিশপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের। অবস্থা এমনই যে ওই স্কুলে ভয়ে পড়ুয়াদের পাঠাচ্ছে না অভিভাবকদের একাংশ। ক্রমেই স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা। এদিকে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও স্কুল বিল্ডিং সংস্কারে কোনও উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দফতর। যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, এক সময় প্রায় শতাধিকের উপর পড়ুয়া ছিল ওই প্রাথমিক বিদ্যালয়ে। কিছু বছর আগেও স্কুলে ৪০-৪৫ জন পড়ুয়া ছিল। কিন্তু বছর দুয়েকের মধ্যে তা কমে পড়ুয়ার সংখ্যা হয়েছে ৩১ জন। এদিকে ৩১ জন পড়ুয়া হলেও তার অর্ধেক পড়ুয়াই এখন স্কুলে নিয়মিত আসে না। শিক্ষকও আছেন মাত্র দু’জন। তাই যারা আসে তাদের দেখে রাখাও সম্ভব হয় না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই প্রসঙ্গে শিক্ষকদের বক্তব্য, অফিস রুম, মিড ডে মিল ও ক্লাসরুমের অবস্থা বেহাল। আলাদা দুটি ঘর ভাল থাকায় তার মধ্যেই ছাত্র-ছাত্রীদের নিয়ে গাদাগাদি করে চলছে পঠনপাঠন ও মিড ডে মিলের রান্না। একটি রুমে দুটি ক্লাস হওয়ার কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটছে। যখন তখন স্কুলের ছাদ থেকে সিমেন্টের চাঙড় খসে নিচে পড়ছে। তাই স্কুলের বেহাল রুমগুলিতে পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়েছে। দুইটি ঘর বাধ্য হয়ে সিল করা হয়েছে। একটি ঘরেই সব ক্লাস চলছে। বাকি আরেকটি ঘরে মিড ডে মিলের রান্না হয়। একটি রুমে একসঙ্গে পাশাপাশি দুটি ক্লাস করতে হচ্ছে শিক্ষকদের। দীর্ঘদিন ভবনটি সংস্কার না করার ফলে যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2024 5:55 PM IST








