মৌমাছির কামড়ে মর্মান্তিক পরিণতি এক ব্যক্তির! শোকে পাথর গোটা পরিবার
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Bee attack: মৌমাছির আক্রমণ। মৃত এক ব্যক্তি।
মালদহ- ঝাড় থেকে বাঁশ কাটছিলেন। কাটা বাঁশ পড়ে যায় পাশের আম গাছের উপরে। আমগাছে থাকা মৌমাছির চাক ভেঙে পড়ে কর্মরত ব্যক্তির উপর।
চাক ভেঙে একাধিক মৌমাছি ওই ব্যাক্তিকে হুল ফোটায়। গুরুতর জখম হয় ব্যক্তি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। মালদহের গাজোল থানার বৈরগাছি গ্রামের ঘটনা।
আরও পড়ুন- সমুদ্র সৈকতে ভিড় ছাত্র-ছাত্রীদের, সবাই যা করল দেখলে গর্ব হবে আপনারও
গুরুতর অসুস্থ অবস্থায় মালদহের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যাক্তির নাম আলগুর মহম্মদ(৫৮)।
advertisement
advertisement
পরিবারে রয়েছে স্ত্রী শাবনুর বিবি। আলগুর মহম্মদ পেশায় একজন দিনমজুর। শ্রমিকের কাজ করেই সংসার চলত। জানা গিয়েছে, গত ১৬ তারিখ বিকেলে গ্রামের পাশেই বাঁশঝাড়ে কাজ করছিলেন তিনি। সেই সময় একটি বাঁশ পাশের আম বাগানে পড়ে যায়।
আম গাছের মগডালে ছিল মৌমাছির চাক। কাজ করার সময় সেই মৌমাছির চাক লক্ষ্য করেননি শ্রমিক।কামড়ে দেয় মৌমাছি। চিকিৎসা চলাকালীন রবিবার দুপুর নাগাদ মৃত্যু হয় ওই ব্যক্তির।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 17, 2023 10:42 PM IST










