সমুদ্র সৈকতে ভিড় ছাত্র-ছাত্রীদের, সবাই যা করল দেখলে গর্ব হবে আপনারও
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
Gangasagar: সমুদ্রের পাড়ে ছাত্র-ছাত্রীরা আজ যা করল, দেখলে মন ভরে যাবে।
গঙ্গাসাগর: আন্তর্জাতিক উপকূল পরিছন্নতা দিবস। সাধারণত সেপ্টেম্বর মাসে উদযাপন করা হয় গোটা বিশ্ব জুড়ে। গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আজকের এই দিন উদযাপন করা হল গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গনে।
কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল সেন্টার ফর পোস্ট রিসার্চ অফ সাইন্স দফতরের পক্ষ থেকে এই দিনটি পালিত করা হচ্ছে গঙ্গাসাগরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা গঙ্গাসাগরে কপিলমনি মন্দির প্রাঙ্গন-সহ গঙ্গাসাগরের সমুদ্র সৈকত পরিষ্কারে হাত লাগিয়েছেন।
মূলত গঙ্গাসাগরের মেলা প্রাঙ্গন ও গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির সংলগ্ন স্নান ঘাটগুলিতে যে সকল আবর্জনা রয়েছে সেই সকল আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করাতে হাত লাগিয়েছে ছাত্র-ছাত্রীরা।
advertisement
advertisement
আরও পড়ুন- চিনা মাঞ্জায় নিষেধাজ্ঞা, ঘুড়়ির লড়াইয়ে মুখ ফেরাচ্ছে সকলে, বিপাকে বিক্রেতারা!
পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে পরিবেশকে রক্ষা করার একমাত্র লক্ষ্য এই ছাত্রছাত্রীদের। এদিনের এই কর্মসূচি হাত লাগিয়েছে গঙ্গাসাগরের বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা।
বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। জলবায়ুর পরিবর্তন ও লক্ষ্য করা যাচ্ছে মানুষ যদি নিজের পরিবেশকে রক্ষা করার জন্য সচেতন না হয় তা হলে আগামিদিনে বৃহত্তর বিপদের সম্মুখীন হতে হবে এই মানবজাতিকে।
advertisement
এই বিষয়ে সাগর ব্লকের সেবা সমিতি সম্পাদক রামকৃষ্ণ দাস তিনি বলেন, পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বাঁচলে তবেই মানবজাতি বাঁচবে না হলে মানবজাতি ধ্বংসের পথে চলে যাবে।
আরও পড়ুন- বাড়ির উঠোনে ঘোরা ফেরা করছে ওটা কী! দেখেই চমকে গেলেন গৃহকর্তা
এই গঙ্গাসাগরের পূর্ণবেলাভূমিতে প্রতি বছর লক্ষ লক্ষ পূন্যার্থীরা এসে ভিড় জমান। মহামিলন ক্ষেত্র হয়ে দাঁড়ায় এই গঙ্গাসাগর সমুদ্র সৈকত।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 17, 2023 8:53 PM IST