Nadia News: চিনা মাঞ্জায় নিষেধাজ্ঞা, ঘুড়়ির লড়াইয়ে মুখ ফেরাচ্ছে সকলে, বিপাকে বিক্রেতারা!

Last Updated:

Nadia News: রাত পেরোলেই বিশ্বকর্মা পুজো। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি উড়ানোর রীতি। দুপুর থেকে বিকেলে আকাশে উড়তে থাকে রং বেরঙের নানান ঘুড়ি।

+
বিশ্বকর্মা

বিশ্বকর্মা পুজোর আগে ঘুড়ি বানাতে ব্যস্ত বিক্রেতা

নদিয়া: রাত পেরোলেই বিশ্বকর্মা পুজো। আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি উড়ানোর রীতি। দুপুর থেকে বিকেলে আকাশে উড়তে থাকে রং বেরঙের নানান ঘুড়ি। এই দিন কত ধরণের যে ঘুড়ি দেখা যায় আকাশে তার ঠিকানা নেই। বাংলার বিভিন্ন জেলায় হামেশাই এই দিন আকাশে ঘুড়ির লড়াই দেখা যায়। এই ঘুড়ি আকাশে উড়াতে আগে ব্যবহার করা হতো চীনা মাঞ্জা। কিন্তু বর্তমানে নদিয়া জেলায় চিনা মাঞ্জা ব্যবহারে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই চিনা মাঞ্জার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে সাধারণ সুতো। আর যার ফলে পুজোর দিন প্রচলিত প্রচলনে কিছুটা হলেও ভাটার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগে আকাশে ঘুড়ি উড়াতে সাধারণত লাইলন সুতোকে ব্যবহার করা হয়। না হলে সঠিকভাবে ঘুড়ি আকাশে ওড়ানো সম্ভব না বা ঘুড়ির লড়াইয়ে কেউ টিকে থাকতে পারে না। কিন্তু বর্তমানে নদিয়া জেলায় প্রশাসন থেকে চীনা মাঞ্জা ব্যান করা হয়েছে। কারণ এই সুতোর ওপর মাঞ্জা দিতে এক ধরনের কেমিক্যালের প্রলেপ দেওয়া হয়। যা সাধারণত কাঁচের গুঁড়ো দিয়ে তৈরি। যার ফলে ওই মাঞ্জার দ্বারা বিভিন্ন পশুপাখি সহ মানুষও বহুবার আহত হয়েছে। এবং সেই কারণেই প্রশাসন একাধিকবার মাইকিং করে এই চীনা মাঞ্জা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নদিয়া জেলায়।
advertisement
advertisement
তবে, এই মাঞ্জার ব্যবহার বন্ধ করায় শুধু প্রচলিত প্রথার ওপর ব্যাঘাত ঘটেনি সঙ্গে ঘুড়ি ব্যবসায়ীকদেরও আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে। ঘুড়ি ব্যবসায়ীদের দাবি প্রতিবছর এই দিন প্রচুর সংখ্যক ঘুড়ি এই পুজো উপলক্ষে তৈরি করেন ও তা সঠিক মূল্যে তা বিক্রিও করেন। বর্তমানে এই চীনা মাঞ্জা বন্ধ হওয়ায় আগের মত সেই পরিমাণ ঘুড়ি কেউ ক্রয় করে না। তাদের এও দাবি শুধু মাঞ্জা ব্যান করায় নয় বর্তমানে অধিকাংশ বাচ্চারা মোবাইলে আসক্ত হওয়ায় তাদের ঘুড়িব্যবসায়ে প্রতিনিয়ত ব্যাঘাত হয়েই চলেছে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: চিনা মাঞ্জায় নিষেধাজ্ঞা, ঘুড়়ির লড়াইয়ে মুখ ফেরাচ্ছে সকলে, বিপাকে বিক্রেতারা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement