Basanti Puja: শিক্ষক-স্বাস্থ্যকর্মীর যুগলবন্দি, বাসন্তী প্রতিমা গড়া থেকে পুজো সবই করবেন দুই বন্ধুতে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Basanti Puja: সাধারণত চৈত্রমাসে বাসন্তীপুজো করা হয়৷ তবে, এবছর বাসন্তীপুজো পালিত হবে বৈশাখ মাসে৷ তার আগে জলপাইগুড়ির দুই বন্ধুর কীর্তিতে সাড়া পড়ে গিয়েছে
জলপাইগুড়ি: দুর্গা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত এই দুই যুবক। নিজের হাতে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। এমনকি পুজোও করবেন নিজেরাই। অবাক হচ্ছেন? ভাবছেন এই অসময়ে দুর্গাপুজো? বসন্ত ঋতুতে মাতৃকাদেবীর আরাধনা হয় দেবী বাসন্তী রূপে ৷ বসন্তকালে এই পুজো করা হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়৷ আদিতে এটাই নাকি ছিল দুর্গোৎসব৷ পরবর্তীতে শরৎকালে দেবী দুর্গার অকালবোধন হওয়ার পর থেকে বর্তমানের সময়ে দুর্গাপুজো হয়ে আসছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী আসছেন বলে শুরু সারাইয়ের কাজ, বেহাল রাস্তা দেখাতে না পারার আক্ষেপ জয়গাঁবাসীর
সাধারণত চৈত্রমাসে বাসন্তীপুজো করা হয়৷ তবে, এবছর বাসন্তীপুজো পালিত হবে বৈশাখ মাসে৷ ছোট থেকেই পুজো দেওয়া থেকে শুরু করে দেব দেবীর ভক্ত জলপাইগুড়ি সানু পাড়ার বাসিন্দা আবির বোস। গত চার বছর ধরে বন্ধু রূপমের সহায়তায় নিজেরাই বানাচ্ছেন বাসন্তী প্রতিমা। সমস্ত নিয়মকানুন মেনে পুজো হয় ধুমধাম করে। কোনও পুরোহিত নয়, পুজো করেন নিজেরাই। পেশায় একজন স্বাস্থ্য কর্মী, অন্যজন শিক্ষক।
advertisement
advertisement
এই দুই বন্ধুই মাটির সরঞ্জাম বানাতে বেশ আগ্রহী। কোনওরকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই কুমারটুলির আদলে এতোদিন বাসন্তী প্রতিমা বানিয়ে আসছেন তাঁরা। তবে এই কাজ আরও নিখুঁত করতে সম্প্রতি রুপম যোগদান করেছে কোমলটুলির প্রশিক্ষণে। সরস্বতী, গণেশ, কার্তিক সহ বাসন্তী ঠাকুর দেখতে আবিরদের বাড়ি ভিড় করে সাধারণ মানুষ। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে বাসন্তী পুজা। তার আগে এই দুই যুবকের বানানো প্রতিমার সৌন্দর্যের মুগ্ধ সকলে।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2024 9:04 PM IST