Basanti Puja: শুরু হয়েছিল ওপার বাংলার ঢাকায়, সেই বাসন্তী পুজো এখন ধুমধাম করে জলপাইগুড়িতে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Basanti Puja: আশ্বিন মাসে দুর্গাপুজো করি না কেন বাঙালির আদি দুর্গাপুজো হয় চৈত্র মাসে। তবে এবার তিথি অনুযায়ী বাসন্তী পুজো হচ্ছে বৈশাখের শুরুতে
জলপাইগুড়ি: শহরের পান্ডা পাড়ার ঠাকুর বাড়িতে ধুমধাম করে প্রতিবছর বাসন্তী পুজো হয়ে আসছে। এবারেও তার অন্যথা হয়নি। সেখানেই বাসন্তী পুজোর অষ্টমীর অঞ্জলি দিতে উপচে পড়ল মানুষের ভিড়।
এখন যতই আমরা আশ্বিন মাসে দুর্গাপুজো করি না কেন বাঙালির আদি দুর্গাপুজো হয় চৈত্র মাসে। তবে এবার তিথি অনুযায়ী বাসন্তী পুজো হচ্ছে বৈশাখের শুরুতে। জলপাইগুড়ি শহরের বহু বছরের এই পুজো, যা শুরু হয়েছিল বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে। তারপর ১৯৩৮ সাল থেকে আলিপুরদুয়ারে হত এই পুজো। সেখান থেকে এখন জলপাইগুড়ির পান্ডা পাড়ার ঠাকুর পরিবারের সদস্য অভিজিৎ ঠাকুরের বাড়িতে গত সাত বছর ধরে ধুমধাম করে হয়ে আসছে বাসন্তী পুজো।
advertisement
advertisement
শহরে বাসন্তী পুজার চল সেভাবে না থাকলেও ঠাকুর বাড়ির এই পুজো দেখতে ভিড় করেন জলপাইগুড়িবাসী। চতুর্থীর দিন প্রতিমা বসানো থেকে শুরু করে পঞ্চমীতে ঘট বসানো এবং দশমীর বিসর্জন, দুর্গাপুজোর মতোই হইহুল্লোড় করে কেটে যায় এই কটা দিন। বাসন্তী পূজার নিয়ম কানুনও একেবারেই দুর্গা পুজার মতই। শহরের ঠাকুরবাড়িতে এই পুজো হয়ে থাকে বৈদিক নিয়মে। পুজোয় থাকেন তিন জন পুরোহিত। তন্ত্রধারক, পূজক এবং অন্নপূর্ণা পুজোর পুরোহিত। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকে সারাটা বছর। তার আগেই দুর্গা পুজোর ছোঁয়া পেয়ে বেশ খুশি জলপাইগুড়িবাসী।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 3:32 PM IST