ব্যাঙ্কের সিঁড়িতে পেঁচিয়ে রয়েছে সাপ, আতঙ্কে ১ ঘণ্টার জন্য কাজ বন্ধ ব্যাঙ্কের
- Published by:Simli Raha
Last Updated:
Uttam Paul
#টুঙ্গিদিঘি: ব্যাঙ্কের সিঁড়িতে সাপ দেখতে পেয়ে ব্যাঙ্ক গ্রাহকদের মধ্য হুলস্থুল পড়ে যায়। দীর্ঘ এক ঘন্টা ব্যাঙ্কের কাজ বন্ধ। সিভিক ভলেন্টিয়াররা এসে সাপটিকে নামিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর করনদিঘি ব্লকের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক টুঙ্গিদিঘি শাখায়।
বুধবার নির্ধারিত সময়ে ব্যাঙ্ক খোলে। লকডাউনের কারণে সকাল থেকেই ব্যাঙ্কের সামনে গ্রাহকদের ভিড়। কো-অপারেটিভ ব্যাঙ্কটি দোতলায়। লোহার সিঁড়ি বেয়ে ব্যাঙ্কে যেতে হয় । ব্যাঙ্কের ভেতর থেকে শুরু করে বাইরে গ্রাহকদের লম্বা লাইন। আচমকাই গ্রাহকরা দেখতে পান সিড়িতে লম্বা একটি সাপ। এই সাপ দেখার পরই গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। যে সমস্ত গ্রাহক ব্যাঙ্কের ভিতরে ছিলেন তাঁরা উপরেই থেকে যান।সিঁড়িতে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা হুড়মুড় করে নীচে নেমে পড়েন। গ্রাহকদের হুড়োহুড়িতে এবং আতঙ্কের জেরে ব্যাঙ্কের কাজকর্ম বন্ধ রাখতে বাধ্য হন ব্যাঙ্ককর্মীরা। ব্যাঙ্কের কতব্যরত সিভিক ভলেন্টিয়াররা সাপটিকে দেখতে পেয়ে সেটি নীচে নামানোর চেষ্টা করেন। দীর্ঘক্ষণ সাপের সঙ্গে লড়াই করার পর সেটিকে নীচে নামাতে সফল হন কর্মীরা। সাপটিকে পাশের জঙ্গলে নিয়ে যাওয়ার পর ব্যাঙ্কের স্বাভাবিক কাজকর্ম শুরু হয়।ব্যাঙ্কের গ্রাহক অনিমা সিংহ জানান, সাপটিকে দেখতে পেয়ে তাঁরা ভয় পেয়েছিলেন। সিঁড়ির মধ্যে সাপটি যেভাবে পেচিয়ে ছিল তা নজরে না এলে বড়ধরনের দুর্ঘটনায় ঘটে যেতে পারত।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2020 5:49 PM IST