Mitali Express: অশান্ত বাংলাদেশ! মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল 

Last Updated:

Mitali Express: অশান্ত বাংলাদেশ। মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল, টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে যাত্রীদের। এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সমগ্র দেশ জুড়ে জারী হয়েছে কারফিউ আকাশে উড়ছে সেনা বাহিনীর হেলিকপ্টার।

অশান্ত বাংলাদেশ! মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল
অশান্ত বাংলাদেশ! মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল
জলপাইগুড়ি: অশান্ত বাংলাদেশ। মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল, টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে যাত্রীদের। এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সমগ্র দেশ জুড়ে জারী হয়েছে কারফিউ আকাশে উড়ছে সেনা বাহিনীর হেলিকপ্টার।
এমন পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা আপাতত বাতিল করল ভারতীয় রেল। এই প্রসঙ্গে শনিবার জলপাইগুড়িতে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার জানান, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যাত্রীদের টিকিটের মাশুল ফেরত দেওয়া হচ্ছে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, হাসিনার সরকারের চাকরির কোটা সংক্রান্ত ক্ষেত্রে প্রতিবাদ জানিয়েই পথে নেমেছে বাংলাদেশের পড়ুয়ারা। বিক্ষোভ আন্দোলনে এখনও পর্যন্ত নিহতের সংখ‍্যা ১০৫ বলেই জানা গিয়েছে সংবাদ সংস্থা মারফত।
সমস্ত সমাবেশ এবং জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা সত্বেও প্রায় ২০ মিলিয়ন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মোকাবিলা হয়। টেলিযোগাযোগ পরিষেবাও ব্যাহত হয়।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বলেই খবর। ইতিমধ‍্যেই ভারতে প্রবেশ করেছেন প্রায় ৩০০-র বেশি পড়ুয়া। রাজধানী ঢাকায় পুলিশ এর আগে দিনের জন্য সমস্ত জনসমাগম নিষিদ্ধ করার কঠোর পদক্ষেপ নিয়েছিল।
advertisement
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mitali Express: অশান্ত বাংলাদেশ! মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement