Bangla Video: শহরকে বাঁচাতে ডিজিটাল উদ্যোগ! এই বাংলায় যা হল...
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Bangla Video: শহরের ব্যস্ততম রাস্তায় একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় ত্রস্ত হয়েছিল শহরবাসী। কিছুদিন আগেই জলপাইগুড়ির কদমতলা এলাকায় ভরদুপুরে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীর দল
জলপাইগুড়ি: উত্তরের শান্ত শহরে শান্তি বজায় রাখতে প্রযুক্তির দ্বারস্থ প্রশাসন। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হল জলপাইগুড়ি শহর জুড়ে। এর ফলে শহরবাসী আগামী দিনে অনেকটাই নিরাপদ বোধ করবে বলে দাবি করা হয়েছে।
দিনে দুপুরে শহরের ব্যস্ততম রাস্তায় একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় ত্রস্ত হয়েছিল শহরবাসী। কিছুদিন আগেই জলপাইগুড়ির কদমতলা এলাকায় ভরদুপুরে এক মহিলার গলার সোনার হার ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীর দল। শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত ও জোরদার করতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং সদর ট্রাফিক পুলিশের সহযোগিতায় শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। নজরদারি রাখার জন্য একটি কন্ট্রোল রুমও করা হয়েছে। সেই কন্ট্রোল রুম থেকেই শহরের সমস্ত এলাকায় নজরদারি রাখা হবে।
advertisement
advertisement
যানজট হোক কিংবা অসামাজিক কাজ ২৪ ঘণ্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর। এই বিষয়ে জলপাইগুড়ির এসপি উমেশ গণপত খন্ডবহালে জানান, শহরে দিনের পর দিন চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। তাই শহরবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং শহরকে দুষ্কৃতিমুক্ত করতে শহর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
এতে করে শহরে কড়া নজরদারি চালানো সম্ভব হবে এবং দুষ্কৃতীদের অসমাজিক কাজ রোখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনের এই উদ্যোগে খুশি আমজনতা।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2024 7:13 PM IST