Bangla Video: আদিবাসীদের ধামসা-মাদল উপহার, কেন জানেন?

Last Updated:

Bangla Video: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন আদিবাসী শিল্পী গোষ্ঠীদের হাতে উপহারস্বরূপ এই বাদ্যযন্ত্র তুলে দেওয়া হচ্ছে

+
ধামসা

ধামসা মাদল হাতে শিল্পীরা

শিলিগুড়ি: হারিয়ে যেতে বসেছে আদিবাসীদের বিখ্যাত বাদ্যযন্ত্র ধামসা-মাদলের সুর। তাই প্রাচীন এই শিল্পকলা বাঁচিয়ে রাখতে এবার বিশেষ উদ্যোগ। আদিবাসীদের শিল্প, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের আর্থিক সহায়তায় ও মাটিগাড়া পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় তুলে দেওয়া হল ধামসা-মাদল। মাটিগাড়া বিডিও অফিসে ব্লকের ৬ টি আদিবাসী শিল্পী গোষ্ঠী ও আদিবাসী নৃত্য গোষ্ঠীকে বাদ্যযন্ত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভোলা ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও ব্লকের ৬ টি আদিবাসী শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
এই অনুষ্ঠান প্রসঙ্গে মাটিগাড়ার বিডিও জানান, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন আদিবাসী শিল্পী গোষ্ঠীদের হাতে উপহারস্বরূপ এই বাদ্যযন্ত্র তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভোলা ঘোষ জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যকে ধরে রাখতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। আদিবাসী সম্প্রদায়ের পরিচয় তাদের এই ধামসা-মাদলে। সেই অর্থেই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তাঁদের সম্মান জানিয়ে মাটিগাড়া ব্লকে তাঁদের হাতে এই বাদ্যযন্ত্রগুলি তুলে দেয়া হয়।
advertisement
advertisement
ধামসা-মাদল পেয়ে খুশি রমেন কিস্কু, মহিমা ওঁরাও সহ আরও শিল্পীরা। শিল্পী অরবিন্দ কেরকাট্টা বলেন, ধামসা-মাদল বাজিয়ে আমাদের সংসার চলে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করি। আমাদের এক একটি গোষ্ঠীর অনুষ্ঠান করতে অনেক কিছুই প্রয়োজন হয়। কিন্তু সব সময় আমরা সমস্ত কিছু যোগাড় করে উঠতে পারি না। তাই রাজ্য সরকারের এমন উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে সুনিতা ওঁরাও বলেন, আজ আমরা ভীষণ খুশি। আমাদের দলের এবং আরও পাঁচটি দলের সদস্যদের ধামসা এবং মাদল দেওয়া হয়েছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: আদিবাসীদের ধামসা-মাদল উপহার, কেন জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement