Bangla Video: চামড়ায় পড়েছে ভাঁজ, তবু ৮০ বছরেও খালি চোখেই জাল বুনে চলেছেন সনেকা সরকার

Last Updated:

Bangla Video: এই ফাদি জাল বুনেই তাঁর সংসার চলে। এক একটি জাল বুনতে সময় লাগে ৪-৫ দিন। তাই সকাল থেকেই জাল বুনতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়

+
পেটের

পেটের টানে জাল বুনছেন ৮০ বছরের বৃদ্ধা 

দক্ষিণ দিনাজপুর: বয়সের ভারকে দূরে সরিয়ে সরু সুতো দিয়ে অনায়াসে জাল তৈরিতে ব্যস্ত বৃদ্ধা সনেকা সরকার। বেঁচে থাকার অদম্য জেদকে সঙ্গী করেই ৮০ বছর বয়সেও খালি চোখে ফাদি জাল তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এই বৃদ্ধা। বয়সটা ৮০ বছর হলেও চশমার দরকার পড়ে না।
দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় বাড়ি বৃদ্ধা সনেকা সরকারের। তিনি শৈশব থেকেই লড়াই করে চলেছেন। বর্তমানে এই ফাদি জাল বুনেই তাঁর সংসার চলে। এক একটি জাল বুনতে সময় লাগে ৪-৫ দিন। তাই সকাল থেকেই জাল বুনতে চরম ব্যস্ততা লক্ষ্য করা যায়। এই জাল বুনে কেজি প্রতি ৬০ টাকা করে পান।
advertisement
advertisement
এই বিষয়ে সনেকা সরকার জানান, জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকেই কাজের সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে সংসারে চাপে এই কাজ তেমনভাবে করা হয়ে ওঠেনি। বর্তমানে বেশ কয়েক বছর যাবত সংসারের অভাব অনটনের জেরে এই জাল বুনানোর কাজ আবার শুরু করতে হয়েছে। কিন্তু বয়স ও শারীরিক অসুস্থতার কারণে এখন তেমনভাবে কাজ করতে পারি না। তবু পেটের দায়ে বাধ্য হয়ে করতে হচ্ছে।
advertisement
যেদিন প্রথম হাতে জাল তুলে নিয়েছিলেন, সেদিন থেকে আজ পর্যন্ত কেটে গিয়েছে কয়েক বছর। কিন্তু সেই হাত আর চোখের কোনও আরাম নেই। নিজের খরচ চালানোর একমাত্র ভরসার জায়গা তো ওই সূক্ষ সুতোয় বোনা ফাদি জাল।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: চামড়ায় পড়েছে ভাঁজ, তবু ৮০ বছরেও খালি চোখেই জাল বুনে চলেছেন সনেকা সরকার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement