Bangla News: পর পর পাঁচটা ইনজেকশন,যা ঘটল কিশোরীর সঙ্গে,জানলে শিউরে উঠবেন

Last Updated:

আবারও এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে

News18
News18
কোচবিহার: আবারও এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে। জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে দেবস্মিতা সাহা ভর্তি হয়েছিল এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তার বয়স ১৪ বছর। ভর্তির পর পরপর পাঁচটি ইনজেকশন দেবার পরে মৃত্যু হয় রোগীর। ঘটনায় ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবারের সদস্যরা। তাঁরা কর্তব্যরত চিকিৎসক এবং নার্সিং কর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন কোতোয়ালি থানায়। ঘটনার পর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে।
মৃত রোগীর দাদা শুভম সাহা জানান, “প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি এবং শাসকষ্ট নিয়ে বোনকে ভর্তি করা হয়েছিল এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ভর্তির পর তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে ফিমেল ওয়ার্ডে পাঠানো হয়। চিকিৎসক তাকে দেখে ইনজেকশন দেবার কথা জানান। পরপর পাঁচটা ইনজেকশন দেওয়া হয় তাকে। ইনজেকশন দেবার পরেই ঘটে বিপত্তি। মুহূর্তে মৃত্যু হয় বোনের। তারপর থেকে সেই চিকিৎসক ও নার্সিং স্টাফদের ওয়ার্ডে খুঁজে পাওয়া যায় না। গোটা ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে কোচবিহার কোতোয়ালি থানায়।”
advertisement
যদিও এই বিষয় নিয়ে কোচবিহার এমজে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে কোনও  প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কোচবিহার কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, “মৃতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কোতোয়ালি থানায়। ইতিমধ্যেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।” রোগীর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন রোগীর পরিবারের সদস্যরা, ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছেন তাঁরা।
advertisement
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: পর পর পাঁচটা ইনজেকশন,যা ঘটল কিশোরীর সঙ্গে,জানলে শিউরে উঠবেন
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement