Bangla News: মনিবের দেখা নেই, খাওয়া বন্ধ রেখে সারাদিন কাঁদছে তৃণমূলের দুলালবাবুর প্রিয় পোষ্য!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Bangla News: খাওয়া দাওয়া বন্ধ। হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে প্রিয় মনিবকে। কখনও ফ্ল্যাটের এঘর থেকে ওঘরে আবার সুযোগ পেলেই মনিবের অফিসের ফাঁকা চেয়ারের পাশে গিয়ে বসে থাকছে। গত কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মৃত দুলাল সরকারের প্রিয় পোষ্য কুকুরটি।
মালদহ: খাওয়া দাওয়া বন্ধ। হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে প্রিয় মনিবকে। কখনও ফ্ল্যাটের এঘর থেকে ওঘরে আবার সুযোগ পেলেই মনিবের অফিসের ফাঁকা চেয়ারের পাশে গিয়ে বসে থাকছে। গত কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মৃত দুলাল সরকারের প্রিয় পোষ্য কুকুরটি। সমানে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। কিন্তু এখনও কিছুই বুঝে উঠতে পারছে না বিদেশি প্রজাতির কুকুরটি। যা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা।
গত দুই বছর আগে বিদেশি পাগ প্রজাতির কুকুর ছানাটি বাড়ি নিয়ে এসেছিলেন মৃত কাউন্সিলর দুলাল সরকার। প্রিয় পোষ্যটিকে সবসময় চোখে চোখে রাখতেন। এমনকী প্রায় প্রতিদিন কুকুরটি সঙ্গে করে নিজের পার্টি অফিসে নিয়ে আসতেন। মনিবের চেয়ারের পাশে একটি চেয়ারে বসে থাকত। শুধুমাত্র এই একটি নয়, দুলাল সরকারের মোট ৫ টি পোষ্য কুকুর রয়েছে। এর মধ্যে দেশি কুকুরও রয়েছে। তাদের দেখভাল, খাওয়ানোর জন্য লোক রেখেছিলেন।
advertisement
advertisement
কোনদিন কাজের ব্যস্ততায় বাড়ির বাইরে থাকলেও সময় মত ফোন করে কুকুরগুলির খোঁজ খবর নিতেন। কখন তাদের কী খাওয়াবে সেগুলোও বলে দিতেন। মৃত কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকার বলেন, একটি নয় পাঁচ ছয়টি পোষ্য পুকুর রয়েছে বাড়িতে। খাওয়া-দাওয়া ছেড়েছে। তাঁরা কী করবে তাঁদের কী হবে আমি বুঝতে পারছি না। কুকুরকে খুব ভালবাসতো তাঁদের নিয়মিত খোঁজখবর রাখত দেখভালের জন্য লোক রেখেছিল।
advertisement
কিন্তু তিনি মারা যাওয়ার পর পোষ্যগুলির অবস্থা খুব খারাপ। তারা এখন কিছুই বুঝতে পারছে না। তবে সব সময় ছায়াসঙ্গীর মতো যে পোষ্যটিকে ভালবাসতে তিনি তাঁর অবস্থা খুবই শোচনীয়। খাওয়া-দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। তিনি মারা যাওয়ার পর গত কয়েকদিনের মাত্র একবার খেয়েছে। তারপর থেকে কিছুই খাইনি। আগামীতে এই পোষ্যটির কি হবে তা বুঝে উঠতে পারছেন না কেউই।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 5:00 PM IST