Snake: স্কুলে চলছিল অডিট! হঠাৎই কী একটা নড়েচড়ে উঠে অফিস রুমে! তারপর...
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
সাপের আতঙ্কে বন্ধ অডিট, স্বেচ্ছাসেবীদের তৎপরতায় উদ্ধার, স্বাভাবিক ছন্দে স্কুল। জলপাইগুড়ির সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে যখন চলছে সরকারি অডিট, তখনই ঘটল চাঞ্চল্যকর ঘটনা
জলপাইগুড়ি: সাপের আতঙ্কে বন্ধ অডিট, স্বেচ্ছাসেবীদের তৎপরতায় উদ্ধার, স্বাভাবিক ছন্দে স্কুল। জলপাইগুড়ির সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে যখন চলছে সরকারি অডিট, তখনই ঘটল চাঞ্চল্যকর ঘটনা! বিদ্যালয়ের এক কর্মী আচমকাই দেখতে পান, অফিস রুমে ঘুরে বেড়াচ্ছে বিশাল আকৃতির একটি সাপ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিক্ষিকা থেকে শুরু করে অডিট কর্মীরা কেউই আর ভয়ে জায়গায় স্থির থাকতে পারেননি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থাকে।
আরও পড়ুনঃ আর মাত্র কয়েক ঘণ্টা, ধেয়ে আসছে চরম দুর্যোগ! প্রবল কালবৈশাখীর তাণ্ডব দক্ষিণের ৩ জেলায়! সঙ্গে ৫০ কিমি গতিতে হাওয়া
দ্রুত বিদ্যালয়ে পৌঁছে যান সংস্থার সদস্যরা। আতঙ্কিত পরিবেশের মধ্যেই তিন সদস্যের এই দল তল্লাশি শুরু করে। অফিস রুম থেকে শুরু করে প্রতিটি কোণ খুঁজে শেষমেশ স্টোর রুমের আলমারির ভেতর থেকে উদ্ধার হয় এক পূর্ণবয়স্ক দাঁড়াস সাপ। বিশেষ কৌশলে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন স্বেচ্ছাসেবীরা। সাপ উদ্ধারের পর বিদ্যালয়ে স্বস্তি ফিরে আসে। আতঙ্ক কাটিয়ে পুনরায় শুরু হয় সরকারি অডিট। স্বাভাবিক ছন্দে ফেরে বিদ্যালয়ের শিক্ষাকর্মী ও ছাত্রীরা।
advertisement
আরও পড়ুনঃ NEET দিচ্ছেন? পরীক্ষার এই খুঁটিনাটিগুলো মাথায় রাখলেই, সাফল্য কেউ আটকাতে পারবে না
গ্রিন জলপাইগুড়ি সংস্থা দীর্ঘদিন ধরেই পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে কাজ করে চলেছে। তাঁদের দ্রুত পদক্ষেপ ও সাহসিকতার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, শহরের বুকে হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলেও সচেতনতা আর দায়িত্বশীল উদ্যোগই পারে আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে!
advertisement
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 7:43 PM IST

