Bangla News: বিয়ের কেনাকাটা নিয়ে বচসা, তারপর থেকেই নিখোঁজ হবু বর! শেষে উদ্ধার মৃতদেহ, মারাত্মক কাণ্ড
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bangla News: মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে শিবমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের দাবি, যুবকের পায়ে এবং মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে।
ফাঁসিদেওয়া: ১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ থাকার পর ফাঁসিদেওয়ার ঝমকলালজোতে তিস্তা ক্যানালের লকগেট থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। মৃত যুবক শিবম পালিত ওরফে ঈশান। মৃত শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে শিবমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। পরিবারের দাবি, যুবকের পায়ে এবং মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে।
যুবককে খুন করে ফুলবাড়ি ক্যানালে ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করছেন পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে মৃতের পরিবারের সদস্যরা জানান। জানা গিয়েছে, বছরখানেক আগে শিলিগুড়ির এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিবমের। তখন থেকেই বিয়ে করে সংসার করতে শুরু করে শিবম। গতকাল বৃহস্পতিবার সামাজিক মতে তাঁদের বিয়ের অনুষ্ঠানের কথা ছিল।
advertisement
আরও পড়ুন: ফ্যান চালানোর দিন হাজির, রেগুলেটরে কোন ‘নম্বরে’ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমে? রইল বিল বাঁচানোর সুপারহিট ফর্মুলা
বিয়ের আগে গত ১৬ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে যান শিবম। প্রথম অবস্থায় ফুলবাড়ির কাছে তাঁর স্কুটি এবং পরে তাঁর মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের কাকা প্রফুল্ল ভৌমিক জানান, গত সোমবার স্বামী ও স্ত্রীর কেনাকাটা নিয়ে বচসা হয়। সেইদিন থেকে শিবমকে খুঁজে পাওয়া যায়নি। এনজেপি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা করা হয়েছিল। এটি আত্মহত্যা নয়, মৃতদেহ দেখে মনে হচ্ছে গতকাল মেরে ফেলা হয়েছে।
advertisement
advertisement
পরিবারের দাবি, ‘স্ত্রীর বাড়িতে মারধর করার পর মেরে ফেলে দেওয়া হয়েছে। আমাদের ধারণা শিবমের স্ত্রীর মামা খুনের পিছনে জড়িত রয়েছে। সুপরিকল্পিত ভাবে খুন করে ফেলা দেওয়া হয়েছে। আমরা চাই পুলিশ দ্রুত তদন্ত করুক।’ গোটা ঘটনায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে খবর।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 2:00 PM IST