Crime News: মুদি দোকানে তর্কাতর্কি! আচমকা এক ব্যক্তির কান কামড়ে ছিঁড়ে নিল যুবক
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
এক কামড়ে ছিঁড়ল কান। প্রতিবেশীকে অশ্লীল অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে এক কামড়ে ছিঁড়ে গেল কান।এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল শহর ধূপগুড়ি। কামড়ের ফলে কানের অনেকটাই অংশ খোয়ালেন এক ব্যক্তি।
জলপাইগুড়ি: এক কামড়ে ছিঁড়ল কান। প্রতিবেশীকে অশ্লীল অত্যাচার থেকে বাঁচাতে গিয়ে এক কামড়ে ছিঁড়ে গেল কান। এমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল শহর ধূপগুড়ি। কামড়ের ফলে কানের অনেকটাই অংশ খোয়ালেন এক ব্যক্তি। আহত ওই ব্যক্তির নাম বিনয় রায়।
ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি মুদি দোকান থেকে জিনিসপত্র কিনছিলেন ওই যুবক। সেই সময় রসিদুল রহমান নামে এক ব্যক্তি ওই যুবকের জামাকাপড় ধরে বারংবার টানাটানি করে।এমনকি তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে বিনয় রায় প্রতিবাদ জানালে রসিদুল আচমকাই বিনয়ের উপর হামলা চালায়। বিনয়ের কান কামড়ে ধরলে কানের উপরের অংশ ছিঁড়ে যায়।
advertisement
advertisement
আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বিনয়কে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে ঘটনার কথা জানতে পেরে রাতেই ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করে। অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ সূত্রে খবর ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 09, 2024 4:28 PM IST






