Bangla News: মাঠে কাজ চলাকালীন আচমকা বাজ, লুটিয়ে পড়লেন একজন, তারপর? সব শেষ!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Bangla News: বজ্রপাতে মৃত্যু হল একজনের। আহত আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ছিপড়া এলাকায়। শোকের আবহ এলাকায়।
আলিপুরদুয়ার: বজ্রপাতে মৃত্যু হল একজনের। আহত আরও পাঁচ জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ছিপড়া এলাকায়। শোকের আবহ এলাকায়।
বক্সা ব্যাঘ্র জঙ্গলের ছিপড়া বিট এলাকায় বন দফতরের প্লানটেশনের কাজ হচ্ছিল। জানা যায়, এখানে প্রায় ৮০ জন শ্রমিক কাজ করছিল। এদিন বিকেলে হঠাৎ বাজ পড়তে দেখেন শ্রমিকেরা। এদিক ওদিক ছুটে যান শ্রমিকরা।
আরও পড়ুন: একটি জলের ট্যাঙ্কে চারটি মৃতদেহ; সুইসাইড নোট নেই! নেই শত্রুতার ঘটনা, নিশ্চিহ্ন পুরো পরিবার, কেন?
কিন্তু পরবর্তীতে তাঁরা দেখতে পান তপন রাভা নামের এক শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনায় আর পাঁচ জন শ্রমিক আহত হন। আহতরা হলেন বিশ্বজিৎ রাভা, জ্যোৎস্না রাভা, ইন্দ্রজিৎ রাভা, সাওন কুমার রাভা, রাহন রাভা। আহতদের প্রথমে শামুকতলা হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: আরজি করে যাবজ্জীবন, চিৎপুরে ফাঁসি! সেই একই বিচারক, কেন চিৎপুর কাণ্ডে ফাঁসির সাজা, যুক্তি জানালেন বিচারক অনির্বাণ দাস
অবস্থা খারাপ থাকায় এদের মধ্যে তিনজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিন হঠাৎ করেই বাজ পরে এলাকায়। তারপর কোনও বৃষ্টিপাত হয়নি। এই ঘটনার আতঙ্ক সকলের মনে চেপে বসেছে।
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 7:37 PM IST