Bangla News | Elephant Attack: খাবারের খোঁজে রাত থেকে মালবাজারের গ্রামে-চা বাগানে তাণ্ডব হাতির দলের!

Last Updated:

হাতির হানায় হুলুস্থুল বাঁধে মাল ব্লকের তেসিমলা এবং কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় (Bangla News | Elephant Attack)।

খাবারের খোঁজে রাত থেকে মালবাজারের গ্রামে-চা বাগানে তাণ্ডব হাতির দলের!
খাবারের খোঁজে রাত থেকে মালবাজারের গ্রামে-চা বাগানে তাণ্ডব হাতির দলের!
#মালবাজার: মালবাজারে ভোর থেকে গ্রামে ও চা বাগানে ঢুকে পড়ল হাতির একটি বড় দল (Bangla News | Elephant Attack)। খাবারের খোঁজেই গ্রামে ঢোকে তারা। সকাল থেকেই সেখানে দাপিয়ে বেড়ায়। হাতির হানায় হুলুস্থুল বাঁধে মাল ব্লকের তেসিমলা এবং কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় (Bangla News | Elephant Attack)। রবিবার ভোর থেকে শাবক-সহ হাতির একটি দল সেখানে হানা দেয়। গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াড সূত্রে জানা গিয়েছে, হাতির দলটি গরুবাথানের ভুট্টাবাড়ি বনাঞ্চল থেকে বের হয়ে রাতে চা বাগান হয়ে চলাচল করছিল (Bangla News | Elephant Attack)।
দলটি তারঘেরা বনাঞ্চল অভিমুখে ছিল। বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা হাতির দলটিকে বনে পাঠানোর চেষ্টা করছিল। পরে হাতির দলটি কুমলাই নদীর সেতু লাগোয়া এলাকায় আটকে পড়ে। স্থানীয় পরিবেশ প্রেমী রমেশ মাহালী বলেন, ‘হাতির দলকে কখনই উত্যক্ত করা উচিত নয়। সংঘাতের ঘটনা ঘটতে পারে। দলটিতে শাবক থাকার জন্য গতি কিছুটা কম ছিল।’ হাতির দল দেখতে পেয়ে গ্রামবাসীরা ছুটে যান সেখানে। অনেকেই তাদের উত্যক্ত করছিল বলে অভিযোগ। মোবাইলে ছবি ও ভিডিও তোলারও হিড়িক পড়ে যায়।
advertisement
ছবি-- রকি চৌধুরী। ছবি-- রকি চৌধুরী।
advertisement
ছবি-- রকি চৌধুরী। ছবি-- রকি চৌধুরী।
গ্রামবাসী ফজলুল আলম বলেন, ‘রাতে হাতির বড় দল এসেছিল। হাতির দল ধান খেয়ে ফেলছে। পাশাপাশি প্রচুর ধান নষ্টও হচ্ছে। এবার ধান চাষ কম হয়েছে। গ্রামবাসীদের সমস্যাও বাড়ছে। বন্যপ্রাণ বিভাগ এলাকায় টহল বাড়ালে সকলেই উপকৃত হবেন'। মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের দীপেন সুব্বা বলেন, ‘আমরা এলাকায় পৌঁছে নজরদারির রেখেছি। বাসিন্দাদের বোঝানো হচ্ছে।' মাল থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়।
advertisement
কিছুদিন আগেই মালবাজার মহকুমা এলাকার ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির হানার খবর পাওয়া গিয়েছিল। গ্রামবাসীরা জানান, রাতে বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই বৈকুণ্ঠপুর বনবিভাগের আপালচাঁদ বনাঞ্চল থেকে প্রায় ১০০টি হাতির একটি দল খাবারের খোঁজে ওই গ্রামে হানা দেয়। তাদের সঙ্গে শাবকও ছিল। রবিবারও একই ঘটনা ঘটে ওই এলাকায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News | Elephant Attack: খাবারের খোঁজে রাত থেকে মালবাজারের গ্রামে-চা বাগানে তাণ্ডব হাতির দলের!
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement