Bangla News: রেললাইনে পড়ে আইনজীবীর দেহ, রাঙাপানিতে বিরাট শোরগোল! কীভাবে মৃত্যু? বাড়ছে রহস্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
Bangla News: শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি ছিলেন মৃত অরুণ মিশ্রা। মৃতের বাড়ি শিলিগুড়ির মিলনপল্লীতে। কীভাবে মৃত্যু? বাড়ছে রহস্য।
শিলিগুড়ি: আইনজীবীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য! বাগডোগরার রাঙাপানি রেললাইনে মৃতদেহ উদ্ধার! স্থানীয়রাও মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। মৃতদেহ নজরে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে!
ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও জিআরপি। জানা গিয়েছে, শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি ছিলেন মৃত অরুণ মিশ্রা। মৃতের বাড়ি শিলিগুড়ির মিলনপল্লীতে। কীভাবে মৃত্যু? বাড়ছে রহস্য।
আরও পড়ুন: ছাত্রীর বাবার কথাই মিলে গেল? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার একজোড়া সাদা জুতো! আরও ঘোরাল রহস্য, কী হয়েছিল সে রাতে?
মৃতদেহ দেখে প্রথমে বোঝা যায়নি। পরে চেনা গিয়েছে। মৃতের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। মাঝে মাঝে এসে ফোন করতেন। এলেই তিনি ফোন করতেন। কী হয়েছে, কীভাবে মৃত্যু বলতে পারব না, মত স্থানীয় বাসিন্দা রতন রায়ের। অন্যদিকে, পরিচিত আরেক আইনজীবীর দাবি, ‘সরকারি আইনজীবী ছিলেন তিনি। পুলিশ এসেছে। উনি আত্মহত্যা করবেন তা বিশ্বাসযোগ্য নয়। কী কারণ পুলিশ দেখছে। ভাল স্বভাবের মানুষের মৃত্যু আত্মহত্যা করবে তা মনে হয় না’।
advertisement
advertisement
আরও পড়ুন: স্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক কী এমন করেছেন! সপ্তম শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার! আসল ঘটনা শুনে আঁতকে উঠল বীরভূম
অন্যদিকে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যা করেই এই মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশ ও জিআরপির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 2:33 PM IST