Bangla News: প্যাকেজিং লাইসেন্স ছাড়াই ব্যবসা! আইসক্রিম কারখানায় হানা ক্রেতা ও খাদ্য সুরক্ষা দফতরের
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bangla News: প্যাকেজিং লাইসেন্স ছাড়াই ব্যবসা। জলপাইগুড়ি সদর ব্লকের পর এবার ময়নাগুড়ির দুটি আইসক্রিম কারখানায় উৎপাদন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল খাদ্য ও ক্রেতা সুরক্ষা দফতর।
শান্তনু কর, জলপাইগুড়ি: প্যাকেজিং লাইসেন্স ছাড়াই ব্যবসা। জলপাইগুড়ি সদর ব্লকের পর এবার ময়নাগুড়ির দুটি আইসক্রিম কারখানায় উৎপাদন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল খাদ্য ও ক্রেতা সুরক্ষা দফতর। আচমকা হানায় মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু আইসক্রিম ও উদ্ধার হয়। সেগুলো ও নষ্ট করে দেন উপস্থিত আধিকারিকরা।
আরও পড়ুনঃ গরম মানেই লিচু! কিন্তু এরা ভুলেও মুখে তুলবেন না লিচু! নিমেষে শেষ জীবন…
গরম মানেই স্বাভাবিক নিয়মে আইসক্রিমের চাহিদা বাড়ে।গত মাসেই জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডল ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি এবং অতিরিক্ত রঙ ব্যবহারের অভিযোগে একটি আইসক্রিম কারখানা বন্ধ করে দেয় প্রশাসন।এবার জলপাইগুড়ির ময়নাগুড়ি। এখানে পর পর দুটি আইসক্রিম কারখানায় হানা দেন ক্রেতা ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে প্যাকেজিং লাইসেন্স জরুরি।
advertisement
advertisement
কিন্তু এখানে সেই নিয়ম মানা হচ্ছিল না। ইচ্ছে মতো তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ র তারিখ বসিয়ে দিয়ে চলছিলো ব্যবসা।এই ঘটনা সামনে আসার পর ক্রেতাদের মেয়াদ দেখে আইসক্রিম সহ অন্যান্য খাদ্য সামগ্রী কেনার বার্তা দেন ক্রেতা ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। পাশাপাশি আশপাশের বেশ কিছু খাবারের দোকানেও হানা দেন তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 2:34 PM IST